নয়াদিল্লি: ভিআইপি কপ্টার কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীকে আজ ফের জেরা করল সিবিআই। শুক্রবারই তাঁকে এ ব্যাপারে নোটিশ পাঠায় তারা। ত্যাগীর বিরুদ্ধে অভিযোগ, অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার তাগিদে দেশের নিরাপত্তাগত চাহিদাকে কম করে দেখিয়েছিলেন তিনি। প্রাক্তন আইএএফ উপ প্রধান জে এস গুজরালকে সিবিআই এই মামলায় ইতিমধ্যেই জেরা করেছে।
ত্যাগী ও গুজরাল- দু’জনকেই ২০১৩ সালে চপার কাণ্ডে জেরা করে সিবিআই। কিন্তু ইতালির আদালতে চপার দুর্নীতি পাকাপাকিভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের নতুন করে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হয়ে পড়ে। ইতালির আদালত বিশদে জানিয়েছে, কপ্টার প্রস্তুতকারী সংস্থা ফিনমেকানিকা ও তাদের সহযোগী অগুস্তা ওয়েস্টল্যান্ড কীভাবে দালালদের মাধ্যমে ভারতীয় প্রশাসকদের ঘুষ দিয়ে চপার ডিল হাত করেছিল। ত্যাগী সহ ১৩জনের বিরুদ্ধে আদালত মামলা রুজু করেছে। সিবিআই ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও শমন পাঠিয়েছে তাঁকে।
বিজেপি আগেই অভিযোগ করেছে, কংগ্রেস সুপ্রিমো সনিয়া গাঁধীর চপার কেলেঙ্কারিতে হাত রয়েছে। তাদের দাবি, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি চপার ডিলের সময় অগুস্তা ওয়েস্টল্যান্ডকে ছাড় দেওয়ায় আপত্তি করেছিলেন। কিন্তু তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি। অভিযোগ, কংগ্রেস সভানেত্রীই আসলে কলকাঠি নেড়েছিলেন পিছন থেকে।
চপার কাণ্ডে আরও প্যাঁচে সনিয়া, প্রাক্তন বায়ুসেনা প্রধান ত্যাগীকে জেরা করল সিবিআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2016 04:34 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -