নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগে নয়াদিল্লি থেকে ধরা পড়ল দুই সন্দেহভাজন জঙ্গি। তাদের সঙ্গে আল-কায়দার যোগ আছে বলে জানা গিয়েছে। দুই জঙ্গি অবশ্য আলাদাভাবে ধরা পড়েছে।

পুলিশ সূত্রে খবর, সৌদি আরব থেকে দেশে নিয়ে এসে গ্রেফতার করা হয়েছে সৈয়দ মহম্মদ জিশান আলি নামে এক জঙ্গিকে। ২০১৫ সালে উপমহাদেশে আল-কায়দার শাখার তিন জঙ্গি ধরা পড়ার পর থেকেই জিশানকে খুঁজছিলেন দিল্লি পুলিশের বিশেষ শাখার আধিকারিকরা। অবশেষে তাকে গ্রেফতার করা সম্ভব হল।

দ্বিতীয় জঙ্গি রাজা-উল-আহমেদকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে এই সন্দেহভাজন জঙ্গির বিষয়ে খবর পায় দিল্লি পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। এই জঙ্গি আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে যুক্ত। তার বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য দিতে নারাজ দিল্লির পুলিশ আধিকারিকরা।