সরকার গঠন নিয়ে সনিয়া, রাহুলের সঙ্গে কথা বলতে কাল দিল্লি যাচ্ছেন কুমারস্বামী
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2018 07:43 PM (IST)
নয়াদিল্লি: আগামীকাল দিল্লি যাচ্ছেন জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী। কর্নাটকে সরকার গঠনের ব্যাপারে সনিয়া গাঁধী, রাহুল গাঁধীর সঙ্গে আলোচনা করতেই রাজধানী সফর তাঁর। বুধবারই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার কথা কর্নাটকের এই নেতার।
নতুন সরকারে কাকে কোন দপ্তর দেওয়া হবে, সে ব্যাপারে এখনও কোনও আলোচনাই হয়নি বলে জানিয়ে কংগ্রেস ও জেডি (এস)-এর মধ্যে ৩০ মাসের ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার বোঝাপড়া বা ফর্মূলা হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তাকে 'বোগাস' বলে অস্বীকার করেন তিনি। বলেন, কংগ্রেসের সঙ্গে এসব নিয়ে কোনও কথাই হয়নি।
সনিয়া, রাহুলের সঙ্গে আলোচনার ফলের ওপর ভিত্তি করেই কংগ্রেস ও জেডি (এস) থেকে কতজনকে মন্ত্রী করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান কুমারস্বামী।
আজ তিনি দেখা করেন তাঁর বাবা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার সঙ্গে। তামিলনাড়ুর এক মন্দিরে তাঁর পুজো দিতে যাওয়ারও কথা। যে হোটেলে জেডি (এস) বিধায়করা রয়েছেন, সেখানে গিয়ে তাঁদের সঙ্গে বৈঠকও করেন তিনি।
গতকাল প্রয়োজনীয় সংখ্যা জোগাড় না হওয়ায় একেবারে শেষ মূহূর্তে আস্থাভোটে না গিয়ে ইস্তফা দেন বিজেপি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তারপর কুমারস্বামীকে সরকার গড়ার আমন্ত্রণ জানান রাজ্যপাল বজুভাই ভালা।
এদিনও কুমারস্বামী জানান, শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তিনি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। বলেন, খুব সম্ভবত বুধবারই শপথ গ্রহণ হবে। তারপর বৃহস্পতিবার আমরা স্পিকার নির্বাচন ও আস্থাভোটের প্রক্রিয়া পূর্ণ করব।
রাজারাজেশ্বরী নগর ও জয়নগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন ঘিরে কংগ্রেসের সঙ্গে আলোচনা হওয়ার খবরও অস্বীকার করেন কুমারস্বামী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -