ট্রেন্ডিং

নিয়ম না মেনে ভারতে, ফেরত পাঠানো হবে বহু বাংলাদেশিকে ; কোন কাজ করতে বলা হয়েছে বাংলাদেশকে ? জানাল সরকার

শিল্প বা বাণিজ্য সম্মেলনের নামে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন তা দিশাহীন কর্মসূচি: শুভেন্দু

শিলনোড়া দিয়ে থেঁতলে নিজের দুই ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে !

শেয়ার বাজারে লগ্নির নামে ৩০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, রাজ্যের ৯ জায়গায় ED-র তল্লাশি

চাকরিহারাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি
শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে চাকরিহারাদের বিক্ষোভ, বাড়ির সামনে বসে স্লোগান
বিভেদ ছড়াচ্ছে সন্ত্রাসবাদ, মৌলবাদ, উগ্রপন্থা, বাছবিচারহীন ঘৃণা, সমগ্র মানবতাকে একজোট হওয়ার শক্তি দেয় ‘অহিংসা’, গাঁধীকে ব্লগে শ্রদ্ধা মোদীর
Continues below advertisement

নয়াদিল্লি: ব্লগ লিখে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর অভিমত, গাঁধীর চিন্তাধারা তাঁর সময়ে যেমন প্রাসঙ্গিক ছিল, আজ ২১ শতকেও তাই, বিশ্বের সামনে উদ্ভূত একাধিক সমস্যার সমাধানসূত্র দেয়। কয়েকটি বাছাই সংবাদপত্রের জন্য লেখা ব্লগে তিনি বলেছেন, এমন এক দুনিয়ায় যেখানে সন্ত্রাসবাদ, মৌলবাদ, উগ্রপন্থা, বাছবিচারহীন ঘৃণা দেশ দেশে, সমাজে বিভেদ ছড়াচ্ছে, সেসময় ওঁর শান্তির উদাত্ত আহ্বান, অহিংসার নীতি সমগ্র মানবতাকে একজোট হওয়ার শক্তি দেয়।
মহাত্মার ১৪৯-তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজ। তাঁর ১৫০-তম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপনের সূচনাও হল এদিন। সেই প্রেক্ষাপটে মোদী লিখেছেন, উনি বিশ্বের কোটি কোটি মানুষ, যাঁরা জীবনে সম্মান, মর্যাদা, সমতা, সমাজে অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন চান, তাঁদের কাছে আশার উজ্জ্বল দিশারী হয়ে রয়েছেন। সাধারণ লোক খাবারের অপচয় একেবারে কমিয়ে ফেলা সুনিশ্চিত করা থেকে শুরু করে অহিংসা, পরস্পরের পাশে থাকার মতো সহজ পদক্ষেপের মাধ্যমেই গাঁধীর আদর্শ অনুসরণ করতে পারেন বলেও অভিমত জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, আসুন আমরা ভেবে দেখি কী ভাবে আমাদের উদ্যোগের ফলে ভবিষ্যত্ প্রজন্মের জন্য আরও শুদ্ধ ও সবুজ পরিবেশ তৈরি করা যায়। প্রায় আট দশক আগে যখন দূষণের বিপদ আজকের মতো এত ভয়াবহ ছিল না, তখনই গাঁধীজী সাইক্লিং ধরেন। গত চার বছরে ১৩০ কোটি ভারতীয় স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে মহাত্মা গাঁধীর প্রতি শ্রদ্ধা অর্পন করেছেন বলে জানিয়ছেন মোদী। চার বছর পূর্ণ করে আজ এই কর্মসূচি এক প্রাণবন্ত গণ আন্দোলন হয়ে উঠেছে, যার প্রশংসনীয় ফল পাওয়া গিয়েছে। সাড়ে আট কোটির বেশি পরিবার এই প্রথম শৌচাগার ব্যবহার করছে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে