আমদাবাদ: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তালিকায় ঢুকে পড়ল গুজরাতের রাজধানী আমদাবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং বিজেপি সভাপতি অমিত শাহ ইউনেস্কোর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
গতকাল রাতে, একটি টুইটের মাধ্যমে আমদাবাদকে হেরিটেজ তকমা দেওয়ার ঘোষণা করে ইউনেস্কো। সেখানে আমদাবাদকে ঐতিহাসিক শহর হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপুঞ্জের আওতাধীন এই সংগঠন।
https://twitter.com/UNESCO/status/883718798464995328
এরপরই মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বলেন, আমদাবাদকে বিশ্ব হেরিটেজ শহরের তকমা দিয়েছে ইউনেস্কো। ভারতে যা প্রথম। এটা জানতে পেরে উচ্ছ্বসিত। অমিত শাহ লেখেন, প্রত্যেক দেশবাসীর কাছে গর্বের মুহূর্ত।
https://twitter.com/vijayrupanibjp/status/883728057118244865
https://twitter.com/AmitShah/status/883734241564962820
এই খেতাবের লড়াইয়ে আমদাবাদের প্রতিদ্বন্দ্বী ছিল দিল্লি ও মুম্বই। প্রায় ৬ শতক আগে আমদাবাদ শহরটির প্রতিষ্ঠা করেন আহমেদ শাহ। এই শহরে ২১টি প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা সুরক্ষিত স্থান রয়েছে। মহাত্মা গাঁধীর স্মৃতি-বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে।