মুম্বই: নিরামিশাষী যাত্রীকে আমিষ খেতে দেওয়ায় জুনিয়র সহকর্মীকে চড় মেরেছেন এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু সদস্য। নয়াদিল্লি থেকে ফ্রাঙ্কফুর্টগামী ফ্লাইটে এমন ঘটার অভিযোগ পেয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ১৭ মার্চের ঘটনাটির ব্যাপারে রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থার ইনফ্লাইট সার্ভিস শাখা তদন্তে নেমেছে বলে জানিয়েছেন জনৈক মুখপাত্র।
সূত্রের খবর, ফ্লাইটের বিজনেস ক্লাসের ওই যাত্রী নিরামিষ খান। কিন্তু 'ভুল করে' তাঁকে আমিষ পদ পরিবেশন করেন কেবিন অ্যাটেনডেন্ট। কেবিন সুপারভাইজারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও অভিযোগ দায়ের করেননি ওই যাত্রী। ভুল ধরিয়ে দেওয়ায় ওই অ্যাটেনডেন্ট যাত্রীর কাছে গিয়ে ক্ষমা চান, খাবার বদলেও দেন। কিন্তু কেবিন ক্রু সুপারভাইজার ফের তাঁকে ডাকেন, চড় মারেন। অ্যাটেনডেন্ট তখনই পাল্টা কিছু বলেননি, তবে পরে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান।
বিমানকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে শোরগোল শুরু হয় গত বছর ভাইরাল হওয়া একটি ভিডিওয়, যাতে দেখা যায়, এক পুরুষ যাত্রীকে নিগ্রহ করছেন ইন্ডিগোর জনৈক গ্রাউন্ড স্টাফ। সংসদের এক কমিটিও যাত্রীদের প্রতি কোনও কোনও সময় বিমানকর্মীদের 'রূঢ়', 'উদ্ধত' আচরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধ হওয়া উচিত বলে জানায়।
বসার আসন নিয়ে বিবাদের জেরে এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুকে মহারাষ্ট্রের এক শিবসেনা সাংসদের চড় মারা নিয়েও আলোড়ন হয় জোর। এ ঘটনার জেরে গত সেপ্টেম্বরে সরকার বিমানযাত্রার সময় খারাপ আচরণ করা লোকজনের জন্য একটি নো ফ্লাই লিস্ট প্রকাশ করে।