নয়াদিল্লি: মাস্কাট থেকে কালিকটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের চার যাত্রীর নাক থেকে রক্তপাত। বিমানের ভিতরে বাতাসের চাপ নিয়ন্ত্রণ সিস্টেমের সমস্যাই এর কারণ বলে জানা গিয়েছে। রবিবার তিন শিশুসহ ১৮৫ জন যাত্রী নিয়ে বিমানটি মাস্কাট বিমানবন্দর থেকে রওনা দেওয়ার পরই অসুস্থ বোধ করেন ওই যাত্রীরা। নাক থেকে রক্ত বেরতে থাকে। আইএক্স-৩৫০ ফ্লাইটটি ছিল বোয়িং ৭৩৭-৮ এয়ারক্র্যাফ্ট।
বিবৃতি দিয়ে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, বিমানের প্রেসারাইজেশন সমস্যার ফলে ও চার যাত্রীর নাক থেকে রক্ত বেরনোয় বিমানটি বে-তে ফিরে যায়। ওই যাত্রীদের বিমানবন্দরের ডাক্তার পরীক্ষা করে জানান, তাঁরা সুস্থ, বিমানে চড়তে পারবেন। শারীরিক অস্বস্তি, কানে ব্যথা বোধ করা বাকি কয়েকজন যাত্রীও বিমানটি ফিরে আসার পর ধীরে ধীরে স্বাভাবিক হন। তাঁদের টার্মিনাল ভবনে বসানো হয়।