নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানের কমান্ডারের কাণ্ড! নির্দিষ্ট এক মহিলা সহকারী পাইলটকেই উড়ানে পাশে চাই বলে গোঁ ধরে বসেন তিনি। এ নিয়ে টালবাহানার জেরে একপ্রস্থ নাটক চলে, যার জেরে টানা আড়াই ঘণ্টা বিমানের ভিতরে বসে থাকতে হয় প্রায় ১১০ জন যাত্রীকে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
সূত্রের খবর, তিরুবনন্তপুরম হয়ে চেন্নাই থেকে এয়ার ইন্ডিয়ার ওই বিমানের গন্তব্য ছিল মালে।
জানা গিয়েছে, ওই কমান্ডার গত সপ্তাহেই এয়ার ইন্ডিয়া ছাড়েন। তবে ৬ মাসের নোটিস পিরিয়ডে রয়েছেন তিনি। গতকালই তিনি রোস্টার বিভাগের কাছে জেদ ধরে বসেন, আজকের নির্ধারিত এআই ফ্লাইট ২৬৩/২৬৪-এ তাঁর সঙ্গে দিতে হবে ওই বিশেষ মহিলা পাইলটকে। সূত্রের খবর, রোস্টার শাখা তাঁকে জানিয়ে দেয়, তাঁর আবেদন রাখা সম্ভব হচ্ছে না কেননা ইতিমধ্যেই ওই মহিলা অফিসারকে দিল্লির একটি ফ্লাইটের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু তারপরও ওই কমান্ডার রোস্টার সেকশনে ফোন করে হুঁশিয়ারি দেন, ওই বিশেষ মহিলা অফিসারকে তাঁর সঙ্গে দেওয়া না হলে তিনি নিজেকে অসুস্থ বলে জানিয়ে দেবেন।
একটি সূত্রে বলা হয়েছে, তারপরও রোস্টার বিভাগ অবস্থান না বদলানোয় তিনি গতকাল অসুস্থ ঘোষণা করেন নিজেকে। কিন্তু আজ ফের বিমান চালানোর জন্য হাজির হয়ে একই দাবি করতে থাকেন। আচমকা তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছে বলেও জানান। চিকিত্সা করা হয়। শেষ পর্যন্ত তাঁর দাবির কাছে মাথা নত করে তাঁর পছন্দের মহিলা পাইলটকেই দেওয়া হয়। কিন্তু দেরি হয়ে যায় বিমান ছাড়তে। সকাল সাতটার পরিবর্তে বিমান ছাড়ে সওয়া ৯ টায়।
যদিও ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষ মহিলা সহ-পাইলটকে চাই! বিমানচালকের জেদাজেদিতে উড়ান ছাড়তে বিলম্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2016 03:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -