হায়দরাবাদ: মদ্যপান করে কাজে যোগ দেওয়ায় শাস্তির মুখে পড়লেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। তিন মাসের জন্য তাঁকে বিমান চালাতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের। গতকাল রাতে আবু ধাবির উড়ানে ওঠার ঠিক আগে নিয়ম অনুয়ায়ী ওই পাইলটের অ্যালকোহল টেস্ট হয়। তখনই তাঁর মদ্যপানের বিষয়টি ধরা পড়ে। এরপরেই তাঁকে বিমানে উঠতে নিষেধ করা হয়।
এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, উড়ানের ১২ ঘণ্টা আগে পাইলট ও বিমানকর্মীদের মদ্যপান করা নিষিদ্ধ। এই নিয়ম ভঙ্গ করলে প্রথমবার তিন মাসের জন্য পাইলটের লাইসেন্স সাসপেন্ড করা হয়। বারবার আইনভঙ্গ করলে তিন বছর পর্যন্ত পাইলটের লাইসেন্স বাতিল হয়ে যায়। তা সত্ত্বেও প্রতি মাসে এক থেকে চার জন পাইলট সাসপেন্ড হন।
গত মাসেই সংসদে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিংহ জানান, বিমানকর্মীরা যেসব আইনভঙ্গ করেন, তার মধ্যে মদ্যপান করা দ্বিতীয় স্থানে আছে। গত বছর এয়ার ইন্ডিয়ার কর্মীরাই সবচেয়ে বেশি মদ্যপান করে উড়ানে ওঠার চেষ্টা করেছেন।
মদ্যপান করে উড়ানে, তিন মাস সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার পাইলট
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2017 06:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -