চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় ২৩০ যাত্রিবাহী এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে ধাক্কা পাখীর
Web Desk, ABP Ananda | 23 Jul 2018 08:43 PM (IST)
চেন্নাই: সোমবার সিঙ্গাপুর থেকে চেন্নাইমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের অবতরণের সময় তার সঙ্গে ধাক্কা লাগল পাখীর। বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন। বিমানের সামনের অংশ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে সেই বিমানের রিটার্ন ফ্লাইট বাতিল করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমান সংস্থার মুখপাত্র বলেন, চেন্নাই বিমানবন্দরের কাছে মাটি থেকে ৪০০ ফুট ওপরে ওই বিমানের সঙ্গে ধাক্কা লাগে পাখীর। তবে বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ক্ষতিগ্রস্ত অংশটি সারানোর জন্য। সেটির যাত্রী নিয়ে আবার সিঙ্গাপুর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু সেটি ‘উড়ানযোগ্য নয়’ বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হয় যাত্রা। যে ১৫৯ জন যাত্রীর সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, তাঁদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।