নয়াদিল্লি: আর্থিক দাবি সহ বিভিন্ন ইস্যুতে এয়ার ইন্ডিয়ার পাইলটদের প্রতিবাদের জেরে দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি উড়ান ছাড়তে অনেক দেরি হল। রবিবার অনুপস্থিত থাকায় কর্তব্যে ত্রুটির দায়ে তিন পাইলটকে কারণ দর্শানোর নোটিস ধরানো হয়েছে। তবে তাতেও প্রতিবাদ থেকে সরতে নারাজ পাইলটরা।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, ৭০ জনেরও বেশি পাইলট সোমবার ‘সাপ্তাহিক ছুটি’ নেন। ফলে দেশীয় উড়ানের ক্ষেত্রে প্রভাব পড়ে। পাঁচ থেকে দশটি উড়ান ছাড়তে আধ ঘণ্টা থেকে দু ঘণ্টা দেরি হয়।
উড়ান সংক্রান্ত জটিলতা কাটানোর জন্য আগামীকাল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ পাইলটদের সঙ্গে বৈঠকে বসতে পারে বলে শোনা যাচ্ছে। তবে তার আগেই এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি বিক্ষোভরত পাইলটদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, অন্তর্ঘাত করে সংস্থার উন্নতিতে বাধা দেওয়া হচ্ছে। সংস্থা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন এই ধরনের অন্যায় কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কড়া অবস্থানের মুখেও পিছু হঠতে নারাজ পাইলটদের সংগঠন। আগামীকাল বিকেলের মধ্যে তাঁদের দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পেলে প্রতিবাদ বাড়তে পারে হুমকি দিয়েছেন পাইলটরা। অপর একটি সূত্র থেকে জানা গিয়েছে, পাইলটদের সংগঠন লোহানির হস্তক্ষেপ চেয়েছে।
এয়ার ইন্ডিয়ার পাইলটদের বিক্ষোভ, বেশ কিছু উড়ান ছাড়তে দেরি
Web Desk, ABP Ananda
Updated at:
05 Sep 2016 04:42 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -