চেন্নাই: উপ-নির্বাচনে হারের পরই, ‘বিদ্রোহী’ নেতা টিটিভি দীনাকরণের ঘনিষ্ঠ ৯ দলীয় কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করল এআইএডিএমকে। এর মধ্যে চার সমর্থককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার, মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম মিলিতভাবে জানান, জেলা ইউনিটের চার সচিব পি ভেত্রিভেল, এ জি পার্থিবান, এ রঙ্গস্বামী এবং থঙ্গতমিলসেলভনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এই চারজনকে কেন পদ থেকে সরিয়ে দেওয়া হল, তার কারণ এদিন ব্যাখ্যা করেনি দল। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, এরা সকলেই দীনাকরণ-ঘনিষ্ঠ বলে পরিচিত।
অন্যদিকে, আরও পাঁচ পদাধিকারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সকলের বিরুদ্ধে দলীয় নীতি বিরুদ্ধাচরণ করা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল প্রকাশিত আক রে নগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। সেখানে ৪০ হাজারের বেশি ভোটে জয়ী হন দীনাকরণ।