জয়ার প্রায় ১১৩.৭২ কোটির সম্পত্তি কী হবে? কুলুপ এঁটেছে এআইএডিএমকে
Web Desk, ABP Ananda | 10 Dec 2016 05:53 PM (IST)
চেন্নাই: পার্টি সুপ্রিমো জয়ললিতার ১১৩.৭২ কোটির সম্পত্তি নিয়ে কোনও মন্তব্যই করল না এআইএডিএমকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, জয়ার এই বিপুল সম্পত্তি কী হবে, সে ব্যাপারে কোনও উত্তরই নেই তাঁদের কাছে। সম্পত্তি নিয়ে জয়া কোনও উইল করেছিলেন কিনা, প্রশ্ন করা হলে দলের মুখপাত্র সি পোন্নাইয়ান বলেন, তাঁদের কাছে এই প্রশ্নের কোনও উত্তর নেই। কিছুই বলতে চাননি তিনি। জয়ার পোয়েস গার্ডেনের বাসভবন নিয়ে কী ভাবা হচ্ছে, সেখানে কোনও স্মৃতিসৌধ বানানো হবে কি না, জানতে চাওয়া হলে পোন্নাইয়ান বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্টির হাই কম্যান্ড। গত এপ্রিলেই নির্বাচনের আগে তাঁর সম্পত্তির ব্যাপারে জয়ললিতা যে বিশদ বিবরণ দিয়েছিলেন, সেই রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমান ১১৩.৭২ কোটি। এর মধ্যে ৪১.৬৩ কোটি অস্থাবর এবং ৭২.০৯ কোটি স্থাবর সম্পত্তি।