সালেম (তামিলনাড়ু): নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তেলুগু দেশম পার্টির (টিডিপি) আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেবে না এআইএডিএমকে। আজ এমনই ইঙ্গিত দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। তিনি বলেছেন, ‘আপনাদের বোঝা উচিত, ওরা (টিডিপি) অন্ধ্রপ্রদেশের সমস্যার বিষয়টি নিয়ে অনাস্থা প্রস্তাব এনেছে। যখন তামিলনাড়ুর এইআইএডিএমকে সাংসদরা সংসদ অচল করে দিয়েছিলেন, তখন কারা আমাদের সমর্থন করেছিল? কারা কাবেরী ব-দ্বীপের কৃষকদের সমস্যা মেটাতে এগিয়ে এসেছিল? কোনও রাজ্যই এগিয়ে আসেনি।’
তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে-র কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন অবশ্য এআইএডিএমকে সাংসদদের অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই পদক্ষেপ সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত হয়ে থাকতে পারে। (লোকসভায় ডিএমকে-র কোনও সাংসদ না থাকায়) আমাদের এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কোনও সুযোগ নেই। তবে আমরা এই প্রস্তাবকে নৈতিকভাবে সমর্থন করছি।’
অনাস্থা প্রস্তাবে মোদী সরকারের বিরুদ্ধে ভোট দেবে না এআইএডিএমকে, ইঙ্গিত পালানিস্বামীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jul 2018 08:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -