নয়াদিল্লি:কলেবর আরও বাড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র। খুব শীঘ্রই এনডিএ-তে যোগ দিতে পারে তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে।  সূত্রের খবর, চলতি সপ্তাহেই এ ব্যাপারে ঘোষণা হতে পারে।


বর্তমানে লোকসভায় সদস্য সংখ্যার নিরিখে বিজেপি ও কংগ্রেসের পরই সবচেয়ে বড় দল এআইএডিএমকে। লোকসভায় তাদের সদস্য সংখ্যা ৩৭। রাজ্যসভায় এআইএডিএমকে-র ১৩ জন সাংসদ রয়েছেন।

তামিলনাড়ুতে পরপর দ্বিতীয়বার সরকার গঠন করেছে এআইএডিএমকে। রাজ্য বিধানসভায় তাদের আসন সংখ্যা ১৩০।

বিহারে জেডি-ইউ কংগ্রেস-আরজেডি জোট ছেড়ে বেরিয়ে বিজেপির হাত ধরেছে। নীতীশ কুমার বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজ্যসভা ও লোকসভা- সংসদের উভয় কক্ষেই বিজেপিকে সমর্থনের সিদ্ধান্তের কথা জানিয়েছে নীতীশের দল। এরসঙ্গে এআইএডিএমকে যুক্ত হলে রাজ্যসভায় বিজেপি বিশেষভাবে লাভবান হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করেছিল এআইএডিএমকে। তখনই পর্যবেক্ষক মহলের অনুমান ছিল, তামিলনাড়ুর শাসক দল শীঘ্রই এনডিএ-তে সামিল হতে পারে।

উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান,গুজরাত, ঝাড়খণ্ড, অসম, ছত্তিশগঢ়, হরিয়ানা, উত্তরাখণ্ড ও গোয়ায় বিজেপি সরকার রয়েছে। এর পাশাপাশি, অন্ধ্রপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, অরুণাচল ও বিহারে রয়েছে বিজেপি জোট সরকার। এআইএডিএমকে এনডিএ-তে যোগ দিলে এই তালিকায় উঠে আসবে তামিলনাড়ুও।