চেন্নাই: জয়ললিতার মৃত্যুর পর প্রত্যাশিতভাবেই এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক হলেন শশীকলা নটরাজন। আজ দলের সাধারণ পরিষদের বৈঠকে জয়া-ঘনিষ্ঠ শশীকলাকেই দলের সর্বোচ্চ পদের জন্য বেছে নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন না শশীকলা। ৫ ডিসেম্বর জয়ললিতার মৃত্যুর পর থেকেই শশীকলাকে সভানেত্রী করার দাবি উঠছিল দলের অন্দরে। সর্বময় কর্ত্রী হিসেবে দায়িত্বভার নিতে শশীকলাকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী পনিরসেলভমও।


এদিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থার বৈঠকে হাজির ছিলেন পনিরসেলভম সহ এআইএডিএমকে-এর শীর্ষ নেতৃবৃন্দ। সর্বসম্মতিক্রমে দলের সর্বময় কর্তৃত্ব শশীকলার হাতে তুলে দেওয়ার প্রস্তাব গৃহীত হয়।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর জয়ললিতার মৃত্যুর পর দলের সর্বোচ্চ পদ শূন্য হয়। সাধারণ পরিষদের সিদ্ধান্তের পর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দলের সাধারণ সম্পাদক হবেন ৬০ বছরের চিন্নাম্মা।

বেঠকের পোয়েস গার্ডেনের বাড়িতে গিয়ে শশীকলার সঙ্গে দেখা করে সিদ্ধান্তের কথা জানান পনিরসেলভম, লোকসভায় দলের উপনেতা এম থাম্বিদুরাই সহ দলের শীর্ষ নেতারা।আবেগতাড়িত শশীকলা এরপর নেতাদের নিয়ে দাঁড়ান প্রয়াত নেত্রীর ছবির পাশে। জয়ললিতার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি।

জয়ললিতার প্রিয় সবুজ শাড়িতেই এদিন দেখা গিয়েছে শশীকলাকে। চিন্নাম্মা জিন্দাবাদ ধ্বনির মাঝেই সাধারণ পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানান তিনি।