চেন্নাই: কাবেরীর জলবন্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উত্তপ্ত তামিলনাড়ুর রাজনীতি। সুপ্রিম কোর্ট কর্নাটককে আজ তাদের বিলিগুন্ডলু ইন্টার-স্টেট বাঁধ থেকে ১৭৭.২৫ টিএমসিফিট জল তামিলনাড়ুর জন্য ছাড়তে নির্দেশ দিয়েছে। তামিলনাড়ু যতটা জল চাইছে, তার চেয়ে এই পরিমাণ কম। প্রত্যাশিত ভাবেই এই রায়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ওই রাজ্যে। বিরোধী দল ডিএমকে এজন্য রাজ্যের শাসক দল এআইএডিএমকে-র তীব্র সমালোচনা করেছে। পাল্টা কে পালানিস্বামীর এআইএডিএমকে সরকার বলেছে, তারা রায় খতিয়ে দেখছে। রাজ্য সরকার কাবেরীর পর্যাপ্ত জলের বন্দোবস্ত করার চেষ্টা চালিয়ে যাবে। দলীয় সাংসদ এম নবনীতকৃষ্ণাণ বলেন, কাবেরী থেকে তামিলনাড়ু যাতে যথেষ্ট জল পায়, সেজন্য আমাদের সরকারের লড়াই জারি থাকবে। তার প্রথম ধাপ হিসাবে তিনি দাবি করেন, কেন্দ্র এখনই কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠন করুক। সরকারি সূত্রের খবর, এআইএডিএমকে সরকার রায় পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রী শীঘ্রই এ ব্যাপারে বিবৃতি দেবেন।
ডিএমকে-র অস্থায়ী সভাপতি এম কে স্ট্যালিন আজকের রায়কে আঘাত বলে উল্লেখ করে অভিযোগ করেন, পালানিস্বামী সরকার সুপ্রিম কোর্টে জল পাওয়ার জন্য সঠিক নথিপত্র পেশ করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। দলের শীর্ষ এমপি দুরাইমুরুগান শাসক দলের তীব্র সমালোচনা করে বলেন, ওরা বিষয়টি ঠিকঠাক সামলাতে না পারায় রাজ্যের লোকসান হবে, প্রায় ১৫ টিএমসিফিট জল কম পাবে।
সিপিএমের রাজ্য নেতা জি রামকৃষ্ণাণও বলেন, বদ্বীপ এলাকায় কৃষকরা চাষের জন্য পুরোপুরি কাবেরীর জলের ওপর নির্ভরশীল, ফলে শীর্ষ আদালতের রায়ে তারা মার খাবে।
বিজেপি রাজ্য সভানেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বলেন, খুশি হওয়ার মতো কিছুই নেই রায়ে। তামিলনাড়ুর জন্য সুপ্রিম কোর্ট যতটা জল বরাদ্দ করেছে, তা যদিও চাহিদার তুলনায় কম, সেটুকুও এখনই ছাড়া হোক।