বিষ ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা এইমস্-এর চিকিৎসকের, স্বামী গ্রেফতার
Web Desk, ABP Ananda | 17 Sep 2016 10:08 AM (IST)
নয়াদিল্লি: দিল্লিতে নিজের ফ্ল্যাটে আত্মঘাতী এইমস্-এর চিকিৎসক। গ্রেফতার স্বামী। পুলিশ জানিয়েছে, বিষ ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন বছর ৩০-এর ঋতু বাঙ্গোটি। এইমস্-এর অ্যানাসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন তিনি। তাঁর স্বামী ব্রিজেশ পেশায় এয়ার ইন্ডিয়ার পাইলট। তিন বছর আগে বিয়ে হয় তাঁদের। ঋতুর দুবছরের একটি মেয়েও রয়েছে। ব্রিজেশকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকতেন ঋতু। দীর্ঘক্ষণ ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিজনদের। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ঋতু। ঋতুর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে হেনস্থার শিকার হতে হচ্ছিল ঋতুকে। পণ দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবেশিরা জানিয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া-ঝাঁটি হত ঋতু ও ব্রিজেশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঋতুর ঘর থেকে পাওয়া যায়নি কোনও সুইসাইড নোট।