নয়াদিল্লি: এবার প্রত্যেকদিন সন্ধেয় স্টোথো-অ্যাপ্রন ছেড়ে মার্শাল আর্ট-তাইকোন্ডো শিখবেন এইমসের আবাসিক ডাক্তারবাবুরা। দিল্লির এই নামী হাসপাতালে রয়েছেন প্রায় দেড় হাজার আবাসিক ডাক্তার। আগামী ১৫ মে থেকে তাঁরা জিমখানা ক্লাবে তাইকোন্ডোর কসরত শিখবেন। প্রতিদিন সন্ধে ৭-৮ টার মধ্যে ১০০ জনের ব্যাচে ডাক্তারবাবুদের এই মার্শাল আর্ট শেখানো হবে। চলবে প্রায় ছয়মাস। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে চিকিত্সা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ রকম পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ডাক্তারবাবুদের এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


দেশের বিভিন্ন হাসপাতালেই এমার্জেন্লসি ও আউটডোরে রোগীর আত্মীয়স্বজনদের হাতে ডাক্তারদের নিগৃহীত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এইমসের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (আরডিএ) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আত্মরক্ষার প্রশিক্ষণ দানের আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর করেছে হাসপাতাল।