নয়াদিল্লি: এবার প্রত্যেকদিন সন্ধেয় স্টোথো-অ্যাপ্রন ছেড়ে মার্শাল আর্ট-তাইকোন্ডো শিখবেন এইমসের আবাসিক ডাক্তারবাবুরা। দিল্লির এই নামী হাসপাতালে রয়েছেন প্রায় দেড় হাজার আবাসিক ডাক্তার। আগামী ১৫ মে থেকে তাঁরা জিমখানা ক্লাবে তাইকোন্ডোর কসরত শিখবেন। প্রতিদিন সন্ধে ৭-৮ টার মধ্যে ১০০ জনের ব্যাচে ডাক্তারবাবুদের এই মার্শাল আর্ট শেখানো হবে। চলবে প্রায় ছয়মাস। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে চিকিত্সা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ রকম পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ডাক্তারবাবুদের এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন হাসপাতালেই এমার্জেন্লসি ও আউটডোরে রোগীর আত্মীয়স্বজনদের হাতে ডাক্তারদের নিগৃহীত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এইমসের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (আরডিএ) হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আত্মরক্ষার প্রশিক্ষণ দানের আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর করেছে হাসপাতাল।
আত্মরক্ষায় স্টেথো ফেলে রোজ সন্ধেয় তাইকোন্ডো শিখবেন এইমসের ডাক্তারবাবুরা
ABP Ananda, web desk
Updated at:
04 May 2017 05:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -