এইমস-এর টপারের ইচ্ছে কার্ডিওলজিস্ট হওয়া, প্র্যাক্টিস করতে চান পঞ্জাবে নিজের জন্মস্থানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jun 2018 06:43 PM (IST)
চণ্ডীগড়: সতেরো বছরের এলিজা বনসল, পঞ্জাবের সাঙ্গরুর জেলার বাসিন্দা। সোমবার এইমস বা অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স পরীক্ষায় টপার হিসেবে উত্তীর্ণ হয়েছেন। তারপর থেকেই তিনি সংবাদ শিরোনামে। তবে এইমস-এর টপার হয়েই থেমে যাচ্ছে না এলিজার স্বপ্ন। তাঁর ইচ্ছে কার্ডিওলজিস্ট হওয়া এবং নিজের জন্মস্থান যেখানে ডাক্তার নেই, ভাল চিকিত্সা পরিষেবা নেই, সেখানে গিয়ে প্র্যাক্টিস করা। এলিজার জন্মস্থান পঞ্জাবের সাঙ্গরুর জেলার লেহরাগাগায়। মেয়ের এই স্বপ্নের কথা জানিয়েছেন এলিজার গর্বিত বাবা বিজয় কুমার। সাঙ্গরুরের এক সরকারি স্কুলে অর্থনীতির শিক্ষক বিজয় কুমার জানিয়েছেন, মেয়ে মেডিক্যালের প্রস্তুতির জন্যে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। শুধু মোবাইল ব্যবহার করেছে পোড়াশোনার জন্যে। তবে নিট-এ এলিজার র্যাঙ্কিং ছিল ১৯৬, সেখানে এইমস-এ তিনি প্রথম স্থান পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বায়োলজি এবং ফিজিক্সে ১০০ পার্সেন্টাইল পেয়েছেন এলিজা, ৯৯.৯৪ পার্সেন্টাইল পেয়েছেন কেমিস্ট্রিতে এবং সাধারণ জ্ঞানে ৯৭.৮৭ পার্সেন্টাইল। তবে শুধু এলিজা নয়, পঞ্জাব থেকে প্রথম চারে আরও দুজন রয়েছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ তাঁর রাজ্য থেকে হওয়া তিন কৃতী পড়ুয়াকেই শুভেচ্ছা জানিয়েছেন।