বান্দা (উত্তরপ্রদেশ): অসুস্থ শিশুকন্যাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে চিকিৎসার টাকা তুলতে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে ছিলেন দিনমজুর বাবা। পাশেই বসেছিল চার বছরের মেয়েটি।


টাকা তুলে মেয়ের কাছে এসে বাবা দেখলেন, হাসপাতালে যাওয়ার সুযোগ না দিয়েই চিরতরে চলে গিয়েছে ছোট্ট একরত্তি শিশুকন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার অন্তর্গত তিনদ্বারীতে।


জানা গিয়েছে, মেয়ে বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল। তার চিকিৎসা করানোর জন্য গত কয়েকদিন ধরেই ব্যাঙ্কে এসে টাকা তুলছিলেন ধর্মেন্দ্র ভার্মা নামে ওই দিনমজুর বাবা।


কিন্তু, জ্বর না কমায় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দিনের মতো এদিনও এলাহাবাদ গ্রামীণ ব্যাঙ্কের শাখায় টাকা তুলতে গিয়েছিলেন মেয়েকে নিয়েই। উদ্দেশ্য ছিল ব্যাঙ্ক থেকে হাসপাতালে যাবেন।


কিন্তু বিধি বাম! ব্যাঙ্কের লাইনে যখন দাঁড়িয়ে ছিলেন ধর্মেন্দ্র, সেখানেই ঘটে যায় বিপত্তি। পুলিশের সার্কল অফিসার অজয় কুমার জানান, গোটা বিষয়টির তদন্ত চলছে।


এদিকে, এই খবর ছড়িয়ে পড়তেই বান্দা-ফতেপুর সড়ক আটকে প্রতিবাদ বিক্ষোভ জানাতে শুরু করেন স্থানীয় মানুষ। যার জেরে এই রাস্তায় দীর্ঘক্ষণ ধরে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।