নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে চলে আসা অযোধ্যা সমস্যার সমাধান করে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছে, মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি দিতে হবে সরকারকে। কিন্তু গোটা দেশ রায় মেনে নিলেও অসন্তুষ্ট এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। জানিয়েছেন, শীর্ষ আদালতের রায় পছন্দ হয়নি তাঁর, তিনি বাবরি মসজিদ ফেরত চান।


৯ তারিখের রায়ের পরেও অসন্তোষ গোপন রাখেননি ওয়াইসি। বলেন, সুপ্রিম কোর্ট ভুল করতে পারে না এমন নয়, ৫ একর জমির তাঁদের দরকার নেই। আর এবার তাঁর টুইট, আমি মসজিদ ফেরত চাই। তাঁর টুইটের পর ফের সরগরম রাজনীতি। হায়দরাবাদের বিজেপি বিধায়ক রাজা সিংহ দাবি করেছেন, ওয়াইসির ওপর দেশদ্রোহের মামলা শুরু হোক। ওয়াইসির বিরুদ্ধে রামমন্দিরের বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতা ও পরিস্থিতি খারাপ করার অভিযোগও তুলেছেন তিনি।

ওয়াইসির সমালোচনা করেছেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজও। বলেছেন, ওয়াইসি মুসলমান সমাজের মুখপাত্র নন। তিনি সমাজে বিষ ঢেলে দিচ্ছেন। রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও এ ধরনের মানুষ রাজনৈতিক লাভ লোকসানের হিসেব কষেন।