শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে বিমান পরিষেবা চালু করল বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া।

সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি ও শ্রীনগরের মধ্যে প্রতিদিন সকাল ও বিকেলে উড়ান চালু করবে তারা। তিনি যোগ করেন, পরবর্তীকালে, শ্রীনগর থেকে অন্য জায়গার রুট চালু করা হবে।

রবিবার নয়াদিল্লি থেকে প্রথম ফ্লাইট শ্রীনগরে আসামাত্রই তা স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পরে, নয়াদিল্লির উদ্দেশে ফিরতি বিমানেরও ফ্ল্যাগ-অফ করেন তিনি।

মেহবুবা মুফতির আশা, এই পরিষেবার ফলে রাজ্যের বিশাল পর্যটন-শিল্পের প্রভূত উন্নতি হবে। বেশিমাত্রায় পর্যটকরা অনায়াসে উপত্যকায় আসতে পারবেন।

একইসঙ্গে, তাঁর আশা, বিমান পরিষেবা চালু হলে, কর্মসংস্থানও হবে। এয়ার এশিয়ার তরফে জানানো হয়েছে, এই রুটের সকল কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফের পদে স্থানীয় যুবাদের সুযোগ দেওয়া হবে।