নয়াদিল্লি : চিনের সঙ্গে লাদাখ সীমান্তে সংঘাত সংক্রান্ত পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা ও জটিলতা নিয়ে কড়া বার্তা ভারতের বায়ুসেনার এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। সোমবার তিনি সাফ জানিয়েছেন, জোড়া ফ্রন্টে যুদ্ধ সহ যে কোনও সংঘাতের জন্য ভারত সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানিয়েছেন, পূর্ব লাদাখে আমাদের মোতায়েন খুবই শক্তিশালী করে তোলা হয়েছে। পূর্ব লাদাখে চিনার যে কোনও পদক্ষেপের মোকাবিলায় আমরা প্রস্তুত। আগামী ৮ অক্টোবর বায়ুসেনা দিবসের আগে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছে ভদৌরিয়া বলেছেন, বায়ুসেনার দ্রুতগতিতে রূপান্তর হচ্ছে।
পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চিন দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পর চার মাস অতিবাহিত। কিন্তু আগের অবস্থা ফেরেনি। এরই মধ্যে ভারতীয় বায়ুসেনার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া জানিয়ে দিলেন, চিন যে পদক্ষেপ করুক না কেন, মোকাবিলায় প্রস্তুত ভারতীয় বাহিনী। এমনকি যুদ্ধ বাঁধলেও জবাব দিতে তৈরি ভারত।
এয়ার চিফ মার্শাল বলেছেন, দেশতে যে হুমকির মুখোমুখি হতে হচ্ছে, তার চরিত্র জটিল। উদ্ভূত এই বিপদের ভারতীয় বায়ুসেনার সুদৃঢ় সক্ষমতা বৃদ্ধির বিষয়টি প্রয়োজন হয়ে উঠেছে। তিনি আরও বলেছেন, চিনের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পরিস্থিতি আসেনি। কিন্তু এ সত্ত্বেও বায়ুসেনা সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, রাফালের অন্তর্ভূক্তি বায়ুসেনার শক্তির পাল্লাভারী করেছে।
ভদৌরিয়া বলেছেন, ভারতের সক্ষমতার থেকে চিনের বিমান বাহিনী এগিয়ে নেই। কিন্তু শত্রুপক্ষকে খাটো করে দেখার কোনও প্রশ্নই নেই।
ভদৌরিয়া বলেছেন, রাফালের অন্তর্ভূক্তির ফলে যে শক্তি বেড়েছে যা, অনেকটাই এগিয়ে এবং ভারতের পাল্লাভারী করেছে। আরও দ্রুত ও একেবারে অন্দরে ঢুকে আক্রমণ শানানোর সক্ষমতা দিয়েছে।



তিনি বলেছেন, লাদাখে যা ঘটছে, তা আলোচনার ওপর নির্ভরশীল। আলোচনার অগ্রগতি খুবই স্লথ। তবে দুই পক্ষেরই স্বচ্ছ অভিপ্রায় রয়েছে।
উল্লেখ্য এরইমধ্যে, নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ১৭ বছরের রেকর্ডে পৌঁছে গিয়েছে। উভয় ফ্রন্টেই যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলায় ভারত প্রস্তুত বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল।
এয়ার চিফ মার্শালের মুখে উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা। প্রধানমন্ত্রীর দেখানো পথে, দেশীয় সরঞ্জামের মাধ্যমে দেশ রক্ষার ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে ওঠার কথাও জানিয়েছেন আরকেএস ভাদৌরিয়া।