নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাত সম্প্রচার করার সুবাদে গত দুটি অর্থবর্ষে ১০ কোটি টাকা আয় করেছে অল ইন্ডিয়া রেডিও। আজ লোকসভায় এমনই জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তিনি আরও জানিয়েছেন, আসল অনুষ্ঠান সম্প্রচারের পর সেই দিনেই ১৮টি ভাষা এবং ৩৩টি স্থানীয় ভাষায় এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। এছাড়া ইংরাজি ও সংস্কৃত ভাষাতেও সম্প্রচারিত হয়েছে মন কি বাত।

২০১৪ সালের ৩ অক্টোবর থেকে শুরু হয় মন কি বাত। ২০১৫-২০১৬ অর্থবর্ষে এই অনুষ্ঠান থেকে অল ইন্ডিয়া রেডিও-র আয় হয় ৪.৭৮ কোটি টাকা। ২০১৬-২০১৭ অর্থবর্ষে আয় হয়েছে ৫.১৯ কোটি টাকা। ইন্টারনেট ও শর্টওয়েভ ট্রান্সমিটারের মাধ্যমে বিশ্বজুড়ে সম্প্রচারিত হয়েছে এই অনুষ্ঠান।