ওই পদস্থ কর্তাকে 'শিকারী' বলেছেন তিনি, বলেছেন, নামী অভিনেত্রীরা যে হলিউড পরিচালক হার্ভে উইনস্টেইনকে যৌন নিগ্রহে অভিযুক্ত করেছেন, তাঁর চেয়েও অধম না হোন, তাঁর সমানই উনি। ২৫ মে-র চিঠিতে তিনি লিখেছেন, ওই সিনিয়র এক্সিকিউটিভ আমাকে যৌন কুপ্রস্তাব দিয়েছেন, দুর্ব্যবহার করেছেন আমার সঙ্গে, আমার সামনেই অন্য মহিলাদেরও গালিগালাজ করেছেন, অফিসের ভিতরে আমার ও অন্য মেয়েদের সঙ্গে যৌন ক্রিয়াকলাপ নিয়ে কথা বলেছেন। ওনার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমায় অপমান করেছেন, আমাকে পদোন্নতি, সুযোগসুবিধা থেকে বঞ্চিত করেছেন, কর্মস্থলে আমার জীবন দুর্বিসহ করেছেন, এখনও করে যাচ্ছেন।
অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গে সামনাসামনি কথা বলার সুযোগ পেলে তিনি ওই কর্তার নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন অভিযোগকারিণী।
গত বছর সেপ্টেম্বরে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে তিনি অভিযোগ জানান, চিঠি লেখেন সংস্থার সিএমডি-কেও, কিন্তু কিছুই এগোয়নি বলে দাবি করেন ওই বিমানসেবিকা। এয়ার ইন্ডিয়ার মহিলা সেলও এই ইস্যুতে দ্বিধা করছে বলে অভিযোগ করেন তিনি। চিঠিতে বলা হয়েছে, অভিযোগ মোকাবিলা কমিটি ওই সিনিয়র এক্সিকিউটিভকে তলব করতে তিন মাসের বেশি সময় নেয়, তাঁকে পাল্টা জেরার কোনও সুযোগই আমাদের দেওয়া হয়নি। আমরা স্বেচ্ছায় তাঁকে জেরা করতে আগ্রহী হয়েছিলাম, কিন্তু কমিটি আমাদের ডাকার কোনও প্রয়োজনই বোধ করেনি।