মুম্বই: এয়ার ইন্ডিয়ার বিমান থেকে বিমানসেবিকার পড়ে যাওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ কর্তৃপক্ষের। বিমান সংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী ফ্লাইট এআই ৮৬৪ আজ সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই বিমান থেকে পড়ে গিয়ে আঘাত পান ৫৩ বছর বয়সি ওই এয়ার হস্টেস। বিমান সংস্থা এক বিবৃতিতে বলেছে, আমার কেবিন ক্রুদের একজন হর্ষা লু দরজা বন্ধ করার সময় বোয়িং-৭৭৭ বিমান থেকে টারম্যাকে পড়ে যান। ঘটনাটি দুর্ভাগ্যজনক। কী করে এটা হল, তদন্ত হচ্ছে। তিনি পায়ে চোট পেয়েছেন, চিকিত্সার জন্য তাঁকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে আগেও। বছর তিনেক আগে সিগন্যাল ঠিকমতো বুঝতে না পেরে পাইলট আগেভাগেই বিমানের ইঞ্জিন চালু করে দেওয়ায় তার হাওয়ায় ভিতরে ঢুকে যান এয়ার ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ার।
দরজা বন্ধ করতে গিয়ে টারম্যাকে পড়ে জখম বিমানসেবিকা, দুর্ভাগ্যজনক, বলল এয়ার ইন্ডিয়া, তদন্তের নির্দেশ
Web Desk, ABP Ananda
Updated at:
15 Oct 2018 01:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -