নয়াদিল্লি: বারবার বিমানে চড়ার চেষ্টা করছেন বিমানকর্মীকে চপ্পল মারা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। আর বারবারই ফসকে যাচ্ছে। আজও তিনি দিল্লি থেকে মুম্বই যাওয়া আসার জন্য এয়ার ইন্ডিয়ায় দুটি টিকিট বুক করার চেষ্টা করেন। কিন্তু কেবিন ক্রুরা জানিয়ে দেন, গায়কোয়াড় উড়ানের পক্ষে বিপজ্জনক, তাই তাঁর টিকিট বুকিং বাতিল করা হয়।
গতকাল সংসদে দাঁড়িয়ে চপ্পল কাণ্ডে দুঃখপ্রকাশ করেন গায়কোয়াড়। তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি ওই টিকিট বুকিংয়ের চেষ্টা করেন। কিন্তু এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুদের সংগঠন জানিয়ে দেয়, ৬০ বছরের এক বিমান কর্মীকে গায়কোয়াড় যেভাবে মারধর করেছেন, এমনকী বিমান থেকে ছুঁড়ে ফেলার হুমকি দিয়েছেন, তাতে কোনওরকম শাস্তি ছাড়াই তাঁকে ফের বিমানে চড়তে দেওয়া তাদের পক্ষে লজ্জাজনক হবে। এয়ার ইন্ডিয়া চেয়ারম্যানকে লেখা চিঠিতে কর্মী সংগঠন বলে, এমন একজন ব্যক্তির সঙ্গে উড়ানে রাজি হওয়া তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তা কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে দেবে।
এয়ার ইন্ডিয়া বিমান চালকরাও ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন, নিয়মভাঙা যাত্রীদের বিরুদ্ধে যাত্রী নিরাপত্তার স্বার্থে যে পদক্ষেপ করা হয়েছে, তা সমর্থন করছেন তাঁরা।
এক বিমানকর্মীকে ২৫বার চপ্পল মারার পর থেকেই গায়কোয়াড়কে বিমানে চড়তে দেওয়া হচ্ছে না। এয়ার ইন্ডিয়ার পাশাপাশি ইন্ডিগো ও স্পাইসজেটও বারবার বাতিল করেছে তাঁর টিকিট।
তবে চপ্পল কাণ্ড ঘটানো সাংসদকে শাস্তি দেওয়া তো দূরের কথা, এখনও পর্যন্ত তাঁর পাশেই রয়েছে শিবসেনা। গায়কোয়াড়কে বিমানে চড়তে দেওয়া না হলে কোনও বিমান মুম্বই ছাড়বে না বলে হুমকি দিয়েছে তারা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে নৈশভোজের আয়োজন করেছেন, তাতেও তারা থাকবে না।
গায়কোয়াড় ইস্যুতে গতকাল শিবসেনা মন্ত্রী-সাংসদরা ঘেরাও করে হেনস্থা করেন অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী অশোক গণপতি রাজুকে। শেষমেষ অন্য বিজেপি সাংসদরা তাঁকে উদ্ধার করে অফিসে পৌঁছে দেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
শিবসেনা সাংসদ গায়কোয়াড়ের টিকিট বুকিং ফের বাতিল করল এয়ার ইন্ডিয়া, কর্মী সংগঠনগুলির দাবি, তিনি নিরাপত্তার পক্ষে বিপজ্জনক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Apr 2017 01:16 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -