মোটা হওয়ার খেসারত! ৫৭জন ক্রু মেম্বারকে সরিয়ে দিল এয়ার ইন্ডিয়া
ABP Ananda, web desk | 20 Jan 2017 09:28 PM (IST)
নয়াদিল্লি: স্বাস্থ্য বাড়তে বাড়তে নির্দিষ্ট মাত্রার সীমারেখা ছাড়িয়ে গেছে। এক দুজন নয়, ধাঁ করে একসঙ্গে ৫৭জন ক্রু মেম্বারকে বসিয়ে দিল এয়ার ইন্ডিয়া। রোগা না হওয়া পর্যন্ত অন গ্রাউন্ড ডিউটি করতে হবে তাঁদের। এই ক্রু মেম্বারদের মধ্যে রয়েছেন এয়ার হোস্টেসরাও। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এঁদের সকলকে ওজন ঝরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ ওজন কমাতে ব্যর্থ হন, তবে আকাশে ওড়া আর চলবে না, বরাবর অন গ্রাউন্ড ডিউটি করতে হবে। এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু মেম্বারের সংখ্যা ৩,৮০০। এঁদের মধ্যে ২,৫০০ মহিলা। ৩,৮০০ জনের মধ্যে ২,২০০জন এখানকারী স্থায়ী কর্মী। অসামরিক বিমান পরিবহণের রেগিুলেটর সংস্থা ডিজিসিএ-র নিয়মমত নিজস্ব ডাক্তারদের দিয়ে কেবিন ক্রুদের কিছুদিন অন্তর অন্তর ফিটনেস চেকআপ করাতে হয়। তারপর তাঁদের ঘোষণা করা হয় ফিট, টেম্পোরারি আনফিট ও পার্মানেন্ট আনফিট বলে। এর আগে ২০১৫-র সেপ্টেম্বরেও এভাবেই ১২৫জন ক্রু মেম্বারকে বসিয়ে দেয় এয়ার ইন্ডিয়া। ডিজিসিএ-র নিয়মমত পুরুষ কেবিন ক্রুদের বডি মাস ইনডেক্স থাকতে হবে ১৮-২৫। মেয়েদের বিএমআই ১৮-২২। পুরুষ কর্মীর বিএমআই ২৫-২৯.৯ হয়ে গেলে তাঁকে মোটা বলে গণ্য করা হয়, ৩০ ও তার বেশি হলে বলা হয় স্থৃলকায়। মেয়েদের ক্ষেত্রে ২২-২৭-এর মধ্যে থাকলে মোটা ও ২৭ ও তার বেশি হলে স্থূলকায়।