সোমবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, চলতি বছর জুনের মধ্যে এই বিমান পেয়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে সেই হস্তান্তর পদ্ধতিতে কিছুটা দেরি হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে হাতে চলে আসতে পারে এই জোড়া বিমান।
জানা গিয়েছে, এই বিমানে চালকের আসনে থাকবেন বায়ুসেনার পাইলট। এয়ার ইন্ডিয়ার পাইলটকে এই কাজ থেকে অব্যহতি দেওয়া হবে। আধুনিক নিরাপত্তাবলয় বেষ্টিত এই বিমানের রক্ষণাবেক্ষণ করবে এআইইএসএল।
এই বিমানে থাকবে স্টেট অব দি আর্ট মিসাইল ডিফেন্স সিস্টেম যাকে বিমান প্রযুক্তির ভাষায় বলা হয় লার্জ এয়ারক্র্যাফট। ইনফ্রারেড কাউন্টারমেজার্স ও সেলফ প্রোটেকশন স্যুটস। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সরকার ১৯০ মিলিয়ন মার্কিন ডলার দামে ভারতকে দুটি ডিফেন্স সিস্টেম বিক্রি করতে সম্মত হয়।