নয়াদিল্লি: বদলাতে চলেছে উড়ানসংস্থা এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের পোশাক। বিভিন্ন রকমের পোশাকে সেজে উঠবেন কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টকে তুলে ধরতেই এই প্রচেষ্টা, এমনটাই সূত্রের খবর।
সংস্থার জেনারেল ম্যানেজার থেকে শুরু করে কেবিন ক্রুদের উর্দি কেমন হবে পদমর্যাদা অনুযায়ী তা ঠিক করতে গঠিত হয় ১০ জনের কমিটি। কর্মীদের ইউনিফর্মের জন্য বিভিন্ন ধরনের, ভিন্ন মানের কাপড়, সেগুলির রং কেমন হবে সে ব্যাপারে পরামর্শ দিয়েছে ওই কমিটি। আধিকারিকরা জানিয়েছেন, শরীরের আকৃতি অনুযায়ী নিজেদের পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকবে কর্মীদের। প্রসঙ্গত, এখন এয়ার ইন্ডিয়ার মোট কর্মী সংখ্যা ৪০০০।
সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, কেবিন ক্রুদের পছন্দের তালিকায় রয়েছে খাদির কাপড়ও। তিনি বলেন, এখনও যদিও এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির সাম্প্রতিক সফরগুলিতে খাদির পোশাকই পরেছিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা।
এবার খাদির উর্দিতে সাজবেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2016 08:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -