ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Nov 2017 10:11 AM (IST)
নয়াদিল্লি: ইন্ডিগোয় এক যাত্রী ক্রুদের কাছে মারধর খাওয়ার পর টুইটারে বিষয়টি নতুন করে উসকে দিল এয়ার ইন্ডিয়া। তাদের পোস্ট করা একটি ছবি বলছে, আমরা শুধু হাত তুলি নমস্কার করতে। আর একটি বলছে, আনবিটেবল সার্ভিস। দেখে দারুণ খুশি টুইটার। দেখুন ছবিদুটি নিজেদের অজান্তেই বিতর্কে ঢুকে পড়ে জেট এয়ারওয়েজ। তাদের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি জাল ছবি। তাতেও ইন্ডিগোকে খোঁচা মেরে বলা হয়েছে, উই বিট আওয়ার কম্পিটিশন, নট ইউ। যদিও সংস্থা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, ওই পোস্টারে তাদের কোনও হাত নেই। দেখুন তাদের টুইট