মুম্বই: হ্যাকিংয়ের শিকার এয়ার ইন্ডিয়া।
খবরে প্রকাশ, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার টুইটার অ্যাকাউন্ট বুধবার রাতে হ্যাক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে পুনরুদ্ধার করা হয়।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, যাত্রীদের বিভ্রান্ত করার জন্য তুরস্ক ভাষায় বেশ কয়েকটি বার্তা সংস্থার টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়। তিনি যোগ করেন, সেই সব টুইটগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
https://twitter.com/airindiain/status/974176510096617477
এপ্রসঙ্গে টুইটারের তরফে জানানো হয়, আমরা অ্যাকাউন্টের নিরাপত্তা ও সুরক্ষা ভীষণই গুরুত্বের সঙ্গে বিচার করি। এয়ার ইন্ডিয়ার সমস্যা সমাধানে আমাদের টিম কাজ সহযোগিতা করে।
প্রসঙ্গত, তুরস্ক ভাষায় লেখা ওই পোস্টে বলা হয়, শেষ মুহূর্তের জরুরি ঘোষণা। আমাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এখন থেকে, স্রেফ তুরস্ক এয়ারনাইন্স চলবে।