নয়াদিল্লি: বালুচিস্তান নিয়ে পাকিস্তানকে ব্যতিব্যস্ত করার পথ থেকে সরে আসার কোনও লক্ষণ দেখাচ্ছে না দিল্লি। বরং ইসলামাবাদের রক্তচাপ আরও বাড়িয়ে এবার বালুচ ভাষায় ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ লঞ্চ করতে চলেছে তারা। আকাশবাণীর বালুচ ভাষায় যে পরিষেবা রয়েছে, তার অঙ্গ হিসেবে শুক্রবারই প্রসারভারতী চালু করছে এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ। তারা জানিয়েছে, এর ফলে গোটা বিশ্বে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বালুচ জনগোষ্ঠীর কাছে অনায়াসে পৌঁছনো যাবে। প্রসারভারতীর চেয়ারপার্সন এ সূর্যপ্রকাশ এই পরিষেবা চালু করবেন।
১৯৭৪-৭৫-এ আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিস ডিভিশন বালুচি ভাষায় পরিষেবা চালু করে। এবার এই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বালুচ মানুষের সঙ্গে আদানপ্রদান আরও বাড়ানো যাবে বলে মনে করছে দিল্লি। প্রসারভারতীর এক কর্তা জানিয়েছেন, প্রযুক্তিগতভাবে এই উন্নততর পরিষেবায় শুধু যে আফগানিস্তান- পাকিস্তান সীমান্ত এলাকার মানুষই উপকৃত হবেন তা নয়, নানা দেশে ছড়িয়ে থাকা বালুচ জনগোষ্ঠীর কাছেও পৌঁছে দেওয়া যাবে ভারতের বার্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে পাক অধিকৃত কাশ্মীর ও পাক অধিকৃত বালুচিস্তানের মানুষের ওপর পাকিস্তানের নির্মম অত্যাচারের প্রসঙ্গ তোলেন। এই প্রথম কোনও প্রধানমন্ত্রী পাকিস্তানের এইসব অশান্ত এলাকার প্রসঙ্গ নিয়ে এলেন তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে। সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী এই ওয়েবসাইট ও অ্যাপ পরিষেবা চালু করল।
এর আগে বালুচ রিপাবলিকান পার্টির নেতা ব্রাহামদাগ বুগতির সাক্ষাৎকার নিতে দূরদর্শনের একটি দল জেনিভায় যায়।
বালুচিস্তানের পাশে দাঁড়াতে আরও একধাপ এগলো দিল্লি, আকাশবাণী আজ চালু করছে বালুচ ওয়েবসাইট, মোবাইল অ্যাপ
ABP Ananda, web desk
Updated at:
16 Sep 2016 09:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -