নয়াদিল্লি: নতুন বছর আর বড়দিনের এই সময়টায় হাই অ্যালার্ট জারি করা হল বিমানবন্দরগুলিতে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি বা বিসিএএস সবকটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
বিসিএএস বলেছে, বছর শেষের উৎসবের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও একাধিকবার এ সময়ে হামলা চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গি সংগঠনগুলি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে, তারা ভারতে হামলা চালাতে চায়। ২০১৭ জুড়ে আইএসআইএসের কাজকর্মে অনুপ্রাণিত বহু লোক ব্যক্তিগত চেষ্টায় নানা দেশে বারবার জঙ্গি হামলা চালিয়েছে, আত্মঘাতী বিস্ফোরণ, নির্বিচারে গুলি থেকে ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়া- কিছুই বাদ যায়নি। অতএব বছর শেষ ও নতুন বছর শুরুর এই সময়টায় সর্বোচ্চ পর্যায়ের নজরদারি চালানো হোক প্রতিটি বিমানবন্দরে।
নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে বিসিএএস। সেগুলি হল, টার্মিনাল বিল্ডিং, এয়ারসাইড, সমস্ত কর্মব্যস্ত এলাকা ও বিমানবন্দরের অন্যান্য এলাকায় মানুষের যাতায়াতে তীক্ষ্ণ নজরদারি চালাতে হবে। গাড়ি বোমা হামলা ঠেকাতে কার পার্কিং এলাকায় যাবতীয় গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে। যাত্রী, কর্মী ও অন্যান্যদের ওপর চালাতে হবে নজরদারি। টার্মিনাল বিল্ডিংয়ে ঢোকার মুখে যখনতখন পরীক্ষা চালাতে হবে বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড দিয়ে। সিসিটিভির নজরদারি যেমন চলবে, তেমনই চলবে সাধারণ নজরদারি। জিনিসপত্র, ভারী মালপত্র, ক্যাটারিং, চিঠিপত্র- সব কিছুর দিকে নজর রাখতে হবে, দেখতে হবে সেগুলি যেন সুরক্ষিত থাকে। পাশাপাশি কারও ব্যবহারে কোনও অস্বাভাবিকতা দেখলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হতে পারে জঙ্গি হামলা, সব বিমানবন্দরে হাই অ্যালার্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Dec 2017 08:14 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -