নয়াদিল্লি: জিও-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য এবার গ্রাহকদের নতুন অফার দেওয়ার পরিকল্পনা করছে এয়ারটেল। জিও-র ধন ধনা ধন অফারের পাল্টা হিসেবে ৩৯৯ টাকায় ৭০ দিনের জন্য প্রতিদিন এক জিবি করে ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা দিতে পারে এয়ারটেল। বিখ্যাত টেলিকম ব্লগার সঞ্জয় বফনা ট্যুইট করে এই খবর দিয়েছেন। তিনি আরও বলেছেন, জিও-র মোকাবিলায় একইরকম দুটি প্রিপেইড প্ল্যান চালু করারও পরিকল্পনা করছে এয়ারটেল। জিও-র মতোই রোজ ২ জিবি করে ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হতে পারে।


তবে এয়ারটেলের এই নয়া অফার শুধু ফোর জি গ্রাহকদের জন্যই প্রযোজ্য হবে। ফোর জি ছাড়া অন্য কোনও ক্ষেত্রে নতুন অফার পাওয়া যাবে না। ফোর জি ছাড়া এয়ারটেলের অন্য গ্রাহকরা কোনও নতুন অফার পাবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।


জিও ও এয়ারটেল ভারতের টেলিকম বাজারে একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সংস্থা। দুটি সংস্থাই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি জিও-র ধন ধনা ধন প্ল্যানের বিরুদ্ধে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারস্থ হয়েছে এয়ারটেল। এবার জিও-র মোকাবিলায় আসছে নতুন অফার।