মুম্বই:  মা বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের শিরোপা জয়ের পর বলিউডের ডাকসাইটে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে ছিলেন অন্যতম। বক্স অফিসকে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি, সঙ্গে তাঁর সৌন্দর্য্যের নেশায় মেতেছেন বহু নায়ক। তবে বচ্চন বহুকেও হয়তো পেশাদার দুনিয়ায় সাফল্যে ছাপিয়ে যেতে পারেন তাঁর কন্যা আরাধ্যা। অন্তত এক হায়দরাবাদবাসী জ্যোতিষীর এমনই ভবিষ্যদ্বাণী। সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারে আরাধ্যা। তবে তার নাম বদলে ফেলে রাখতে হবে রোহিনী।

 

সূত্রের খবর, হায়দরাবাদের এই জ্যোতিষীই তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী এবং থালাইভা রজনীকান্তের রাজনীতিতে যোগ দেওয়া এবং সেই সূত্র ধরে যে সাফল্য তাঁরা অর্জন করবেন সেকথা আগেই বলেছিলেন। সেই ব্যক্তিই আরাধ্যা সম্পর্কে এমন ভবিষ্যদ্বাণী করেছেন।

ডি জ্ঞানেশ্বর নামের ওই জ্যোতিষী রবিবার এক সাংবাদিক বৈঠকে একগুচ্ছ ঘোষণা করেছেন। সেখানেই তিনি বলেছেন, ২০১৯ সালে নরেন্দ্র মোদী ফের লোকসভা নির্বাচন জিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফের নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবেন। তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন রজনীকান্ত। ২০১৪ সালে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ অব্যশম্ভাবী।

এমনকি তিনি মুকেশ অম্বানির পুত্র আকাশকেও এই বছর বিয়ে করতে বারণ করেছেন। কারণ, এই বছরটা মোটেই তাঁর পক্ষে ভাল নয়। ২০১৯ সালেই তাঁর বিয়ে করা উচিত বলে মন্তব্য করেছেন ওই জ্যোতিষী।