# নরেন্দ্র মোদীকে 'নীচ আদমি' বলে কটাক্ষ করায় মনিশঙ্কর আয়ারকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করল কংগ্রেস। গুজরাত ভোটের দুদিন বাকি থাকতেই দলের এই প্রবীণ নেতার প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যে অস্বস্তিতে পড়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল বিরোধী দল। কংগ্রেসের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত রণদীপ সিংহ সুরজেওয়ালার দাবি, দলের এই পদক্ষেপ গাঁধীবাদী নেতৃত্ব ও রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনের প্রমাণ। তিনি বলেন, কংগ্রেস মণিশঙ্কর আয়ারকে শোকজ নোটিস দিয়েছে, প্রাথমিক সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়েছে। নরেন্দ্র মোদীর এমন পদক্ষেপ করার সাহস আছে কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি। এর আগে রাহুল গাঁধী তাঁর মন্তব্যের ব্যাখা চাওয়ায় আয়ার নিজের মন্তব্যের সাফাই দেন,ক্ষমাও চান। তবে দাবি করেন, তিনি মোদীকে নীচ জাতের লোক বলেননি।


'নীচ আদমি', 'শিষ্টাচার' জানেন না! তোপ আয়ারের, গুজরাতের অপমান, মুঘল জমানার মানসিকতা, জবাব মোদীর, নিন্দা রাহুলেরও

নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে শালীনতার সীমা ছাড়িয়ে আক্রমণে অভিযুক্ত কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার। কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরের নামে ভোট চায়, কিন্তু দেশ গঠনে তাঁর অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রী প্রকাশ্যে অভিযোগ তোলার পর তাঁকে নীচ কিসম কা আদমি অর্থাত খারাপ লোক বললেন আয়ার। মোদীর কোনও সভ্যতা, শিষ্টাচার নেই বলেও কটাক্ষ করেন তিনি।
প্রধানমন্ত্রী আজ এখানে ২৩ বছর আগে প্রস্তাবিত অম্বেডকর আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন করে কংগ্রেসকে নিশানা করেন। বলেন, অম্বেডকরের অদ্ভূত শক্তি এটাই যে, তিনি চলে যাওয়ার পর দেশ গঠনে তাঁর অবদান মুছে দেওয়ার চেষ্টা হলেও তাঁর আদর্শ, চিন্তাভাবনাকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া যায়নি। কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি এও বলেন, এটা বলা নিশ্চয়ই ভুল হবে না যে, যে পরিবারটির জন্য অম্বেডকরের অবদান মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, তাদের চেয়ে দেশের মানুষ আজও বেশি বেশি তাঁর আদর্শেই অনুপ্রাণিত বোধ করেন।
পাল্টা আসরে নেমে আয়ার মোদীকে আক্রমণ করে দাবি করেন, অম্বেডকরের ক্ষমতাকে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই। অম্বেডকরের স্মরণে কেন্দ্রের সূচনার সময় কেন এমন নোংরা রাজনীতি করা হচ্ছে, মোদীকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
জবাব দিয়েছেন মোদীও। সুরাতে তিনি বলেন, মণিশঙ্কর আয়ার আমাকে নীচ জাত, ছোটলোক বলেছেন। এটা গুজরাতের অপমান নয়? আয়ারের কটাক্ষের জবাব না দিতে বিজেপি কর্মীদের নির্দেশ দিয়ে মোদী বলেন, মুঘল জমানার মানসিকতা কংগ্রেসের, যাতে গ্রামের নীচু জাতের কেউ ভাল জামাকাপড় পরলেও ওদের সমস্যা হয়। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৪ বছর মুখ্যমন্ত্রী ছিলাম। এমন কিছু করতে দেখেছেন যাতে আপনাদের মাথা লজ্জায় হেঁট হয়েছে? কখনও কোনও নীচ কাজ করেছি?

আয়ারের মন্তব্য সমর্থন করেননি কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও। তিনি বলেন, বিজেপি ও প্রধানমন্ত্রী নিয়ম করে কংগ্রেসকে নোংরা ভাষায় আক্রমণ করছেন। কংগ্রেসের সংস্কৃতি, ঐতিহ্য ভিন্ন। প্রধানমন্ত্রী সম্পর্কে মণিশঙ্কর আয়ারের ভাষা, মনোভাবে আমার অনুমোদন নেই। কংগ্রেস, আমি নিজেও আশা করি, উনি ক্ষমা চেয়ে নেবেন।