'নীচ আদমি', 'শিষ্টাচার' জানেন না! তোপ আয়ারের, গুজরাতের অপমান, মুঘল জমানার মানসিকতা, জবাব মোদীর, নিন্দা রাহুলেরও
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীকে শালীনতার সীমা ছাড়িয়ে আক্রমণে অভিযুক্ত কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার। কংগ্রেস বাবাসাহেব অম্বেডকরের নামে ভোট চায়, কিন্তু দেশ গঠনে তাঁর অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রী প্রকাশ্যে অভিযোগ তোলার পর তাঁকে নীচ কিসম কা আদমি অর্থাত খারাপ লোক বললেন আয়ার। মোদীর কোনও সভ্যতা, শিষ্টাচার নেই বলেও কটাক্ষ করেন তিনি।
প্রধানমন্ত্রী আজ এখানে ২৩ বছর আগে প্রস্তাবিত অম্বেডকর আন্তর্জাতিক কেন্দ্রের উদ্বোধন করে কংগ্রেসকে নিশানা করেন। বলেন, অম্বেডকরের অদ্ভূত শক্তি এটাই যে, তিনি চলে যাওয়ার পর দেশ গঠনে তাঁর অবদান মুছে দেওয়ার চেষ্টা হলেও তাঁর আদর্শ, চিন্তাভাবনাকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া যায়নি। কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি এও বলেন, এটা বলা নিশ্চয়ই ভুল হবে না যে, যে পরিবারটির জন্য অম্বেডকরের অবদান মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, তাদের চেয়ে দেশের মানুষ আজও বেশি বেশি তাঁর আদর্শেই অনুপ্রাণিত বোধ করেন।
পাল্টা আসরে নেমে আয়ার মোদীকে আক্রমণ করে দাবি করেন, অম্বেডকরের ক্ষমতাকে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই। অম্বেডকরের স্মরণে কেন্দ্রের সূচনার সময় কেন এমন নোংরা রাজনীতি করা হচ্ছে, মোদীকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
জবাব দিয়েছেন মোদীও। সুরাতে তিনি বলেন, মণিশঙ্কর আয়ার আমাকে নীচ জাত, ছোটলোক বলেছেন। এটা গুজরাতের অপমান নয়? আয়ারের কটাক্ষের জবাব না দিতে বিজেপি কর্মীদের নির্দেশ দিয়ে মোদী বলেন, মুঘল জমানার মানসিকতা কংগ্রেসের, যাতে গ্রামের নীচু জাতের কেউ ভাল জামাকাপড় পরলেও ওদের সমস্যা হয়। তিনি প্রশ্ন ছুঁড়ে দেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে ১৪ বছর মুখ্যমন্ত্রী ছিলাম। এমন কিছু করতে দেখেছেন যাতে আপনাদের মাথা লজ্জায় হেঁট হয়েছে? কখনও কোনও নীচ কাজ করেছি?
আয়ারের মন্তব্য সমর্থন করেননি কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও। তিনি বলেন, বিজেপি ও প্রধানমন্ত্রী নিয়ম করে কংগ্রেসকে নোংরা ভাষায় আক্রমণ করছেন। কংগ্রেসের সংস্কৃতি, ঐতিহ্য ভিন্ন। প্রধানমন্ত্রী সম্পর্কে মণিশঙ্কর আয়ারের ভাষা, মনোভাবে আমার অনুমোদন নেই। কংগ্রেস, আমি নিজেও আশা করি, উনি ক্ষমা চেয়ে নেবেন।