মুম্বই: পরিচালক করণ জোহরের সঙ্গে অভিনেত্রী কাজলের সম্পর্কের সমীকরণ আর আগের মতো নেই। এ কথা জানিয়েছেন কাজলের স্বামী অজয় দেবগন। তিনি বলেছেন, কিছু ব্যক্তিগত কারণেই করণ ও কাজলের সম্পর্ক আর আগের মতো নেই।
উল্লেখ্য, করণ প্রায়ই বলতেন যে, কাজল তাঁর কাছে লাকি মাস্কট। তাঁদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে। যদিও করণের সঙ্গে অজয়ের কোনওদিন বন্ধুত্ব গড়ে ওঠেনি।
এ বছরের দিপাবলীতে বক্স অফিসে একে অপরের সঙ্গে টক্কর দেবে অজয় ও করণের সিনেমা। আগামী  ২৮ অক্টোবর অজয় দেবগন অভিনীত ‘শিবায়’ ও করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে চলেছে।
অজয় সাফ জানিয়েছেন, করণের সঙ্গে তাঁর বন্ধুত্ব নেই। কাজলের সঙ্গেও করণের সম্পর্কের সমীকরণ আর আগের মতো নেই। এ সব ব্যক্তিগত বিষয়, পেশার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অজয় বলেছেন, এ ব্যাপারে তিনি কোনও কথা বলতে চান না।
কাজল করণের বহু সিনেমাতে অভিনয় করেছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘কভি অলবিদা না কহেনা’, ‘স্টুডেন্ড অফ দ্য ইয়ার’-এর মতো করণের সিনেমায় দেখা গিয়েছে অজয়-ঘরণীকে।