মুম্বই: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদের দৌড়ে জয়ন্ত পাতিলকে পিছনে ফেলতে পারেন এনসিপি নেতা অজিত পাওয়ার। এমনটাই খবর সূত্রের। তবে তিনি এদিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি শপথ নাও নিতে পারেন। বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত। তারপর অবশ্য বিদ্রোহে ক্ষান্ত দিয়ে ফিরে আসেন তিনি। এরপর এবার উপমুখ্যমন্ত্রী তাঁর নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে অজিতকে সরিয়ে যাঁকে এনসিপি-র পরিষদীয় দলনেতা করা হয়েছে, সেই জয়ন্ত পাতিলও শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পদের প্রবল দাবিদার।
তিনি যে আজ শপথ নিচ্ছেন না, তা জানিয়েছেন অজিত। আজ শিবাজী পার্কে নতুন সরকারের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে অজিত বলেছেন, তিনি আজ শপথ নিচ্ছেন না। উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দল এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এনসিপি-র ছগন ভুজবল ও জয়ন্ত পাতিল জানিয়েছেন যে, তাঁরা মন্ত্রী হিসেবে শপথ নেবেন। সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুনেতে আয়োজিত এক অনুষ্ঠানে ভুজবল বলেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার সাহেব মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য দলের দুই বিধায়ককে বেছে নিয়েছেন। তাঁদের মধ্যে একজন আমি। আজ সন্ধেয় আমি মন্ত্রী হিসেবে শপথ নেব।
কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন, তা পাওয়ার সহ দলের শীর্ষ নেতারা ঠিক করবেন বলেও জানান ভুজবল।
বুধবার রাতে এনসিপি নেতা প্রফুল পটেল জানিয়েছিলেন যে, নতুন সরকারে একজনই উপমুখ্যমন্ত্রী থাকবেন।
দলে মন্ত্রীত্ব বন্টন সংক্রান্ত আলোচনায় যোগ দিতে অজিতকে ডাকা হয়েছিল। তিনি তাঁর অনুগামীদের মন্ত্রিসভায় নিয়ে আসার সুপারিশও করেন।
জানা গেছে, আজ শিবাজী পার্কে ছয় থেকে সাতজন উদ্ধবের সঙ্গে শপথ নেমেন। এক সপ্তাহ পরে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে।
মহা বিকাশ আঘাড়ি সরকারের যাঁরা মন্ত্রী পদ পেতে পারেন বলে খবর, তাঁদের মধ্যে রয়েছেন শিবসেনার একনাথ শিন্ডে, সুভাষ দেশাই, এনসিপি নেতা জয়ন্ত পাতিল, ছগন ভুজবল এবং কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন।
উপমুখ্যমন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার, শপথ কয়েকদিন পর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2019 03:34 PM (IST)
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদের দৌড়ে জয়ন্ত পাতিলকে পিছনে ফেলতে পারেন এনসিপি নেতা অতিজ পাওয়ার। এমনটাই খবর সূত্রের। তবে তিনি এদিন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে তিনি শপথ নাও নিতে পারেন। বিদ্রোহ করে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো অজিত। তারপর অবশ্য বিদ্রোহে ক্ষান্তি দিয়ে ফিরে আসেন তিনি। এরপর এবার উপমুখ্যমন্ত্রী তাঁর নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -