নয়াদিল্লি: দুদিন আগে গোমাংস নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেছিলেন আজমের দরগার প্রধান সৈয়দ জৈনুল অবেদিন আলি খান। তিন তালাক প্রথার অপব্যবহার নিয়েও সরব হয়েছিলেন তিনি। সে কারণেই তাঁকে দরগার সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জৈনুল আবেদিনের জায়গায় আজমের দরগার দেওয়ান নিযুক্ত হয়েছেন তাঁর ভাই আলাউদ্দিন আলিমি।সংবাদমাধ্যমের কাছে আলিমি এই দাবি করেছেন বলে জানানো হয়েছে। যদিও দরগা কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, আজমেরে খাজা মৈনুদ্দিন চিস্তির ৮০৫ তম বার্ষিক উরস চলাকালে জৈনুল আবেদিন বলেছিলেন, সরকারের সব ধরনে পশু হত্যা নিষিদ্ধ করা উচিত। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে গোমাংস বিক্রি নিষিদ্ধ করার পক্ষেও সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে পশু হত্যা থেকে দূরে থাকা ও গোমাংস না খাওয়ার সিদ্ধান্ত নিয়ে সদর্থক দৃষ্টান্ত স্থাপন করা উচিত মুসলিমদের।
তিনি আরও বলেছিলেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা উচিত কেন্দ্রের। জৈনুল আবেদিন জানান, এরপর থেকে তিনি ও তাঁর পরিবার গোমাংস ভক্ষণ করবেন না।
তিনি তিন তালাক প্রথার অপব্যবহার নিয়েও সরব হয়েছিলেন। তিনি বলেন, একসঙ্গে ‘তালাক’ তিনবার বলে বিবাহবিচ্ছেদ ধর্মীয়ভাবে বৈধ প্রথা নয়। একটি সুনির্দিষ্ট সময়ের ব্যবধান রেখে তিন তালাক দিতে হয়।
গোমাংস নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করে অপসৃত আজমের দরগার প্রধান?
ABP Ananda, web desk
Updated at:
05 Apr 2017 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -