পুলওয়ামা সন্ত্রাসের পর পাকিস্তান থেকে ভক্তদের দর্শনে অনুমতি না দিতে সরকারকে দাবি আজমেঢ় দরগা প্রধানের
Web Desk, ABP Ananda | 15 Feb 2019 07:05 PM (IST)
আজমেঢ়: পুলওয়ামায় জয়েশ-ই-মহম্মদ জঙ্গির হামলায় সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পাকিস্তান থেকে ভক্তদের আজমেঢ় দরগায় আসার অনুমতি না দিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালেন সেখানকার দরগা শরিফ দেওয়ান সৈয়দ জাইনুল আবেদিন আলি খান। সুফি সন্ত হজরত খাজা মইনুদ্দিন হাসান চিস্তির উত্তরাধিকারী তিনি। গতকালের সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা, শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সন্ত্রাসবাদী আক্রমণকে অ-ইসলামিয় আখ্যা দেন তিনি। বলেন, কাপুরুষের মতো হামলা করে নিরপরাধ মানুষের ক্ষতি করা ইসলামের মৌলিক নীতি, আদর্শের পরিপন্থী। সুফি সন্তের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত উরস উত্সব সহ আজমেঢ় দরগায় হওয়া নানা অনুষ্ঠানে পাকিস্তান থেকে জাঠা বা ভক্তবৃন্দের দর্শনের অনুমতি না দিতে সরকারকে আবেদন করেন তিনি। প্রতি বছর পাকিস্তান থেকে প্রচুর মানুষ আজমেঢ় শরিফ দরগা দর্শনে, ভক্তি জানাতে আসেন। গতকালই পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে বিস্ফোরক-ঠাসা গাড়ি নিয়ে হামলা করে জয়েশ সন্ত্রাসবাদী। নিহত হন ৪০ জন জওয়ান, আহত হন অনেকে।