শ্রীনগর: পাক-মদতপুষ্ট জঙ্গিদের হাতে নতুন ধরনের গুলি আসায় চিন্তা বেড়েছে নিরাপত্তাবাহিনীর। খবরে প্রকাশ, কয়েকটি জঙ্গি সংগঠন বিশেষ করে জয়েশ-ই-মহম্মদের হাতে ‘স্টিল-কোর’ বুলেট এসেছে। অর্থাৎ, এই বুলেটগুলির অন্তরভাগ ইস্পাত দিয়ে তৈরি, যা বুলেটপ্রুফ জ্যাকেট ও বাঙ্কার ভেদ করতে সক্ষম।


প্রথম বিষয়টি নজরে আসে গত বছর ৩১ ডিসেম্বর। সেদিন দক্ষিণ কাশ্মীরের লেথপোরায় সিআরপিএফ শিবিরে আত্মঘাতী হামলা চালায় জয়েশ জঙ্গিরা। ওই হামলায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়।


সেনা সূত্রে খবর, আধাসামরিক বাহিনীর এক জওয়ানের শরীরে সেনার দেওয়া স্ট্যাটিক বুলেটরোধক বর্ম ছিল। তা সত্ত্বেও বুলেটের আঘাতে ওই জওয়ান গুরুতর জখম হন। পরে মারা যান।


এমনিতে, একে-রাইফেলের গুলি শীসার তৈরি। কিন্তু, নিহত জওয়ানের শরীর থেকে প্রাপ্ত বুলেট পরীক্ষা করে দেখা যায়, জঙ্গিদের রাইফেল থেকে ছুটে আসা গুলির অন্তরভাগ ইস্পাতের তৈরি। যার ফলেই, তা বুলেটপ্রুফ জ্যাকেট ভেদ করে সক্ষম হয়।


যে গুলি বা গোলা বুলেটপ্রুফ বর্ম বা বাঙ্কার ভেদ করতে পারে, সামরিক পরিভাষায় তাকে বলে ‘আর্মার পিয়ার্সিং’, অর্থাৎ বর্ম-ভেদী। সাধারণত, সেগুলি ইস্পাত বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি।


কেন্দ্রীয় গোয়েন্দারা জানিয়েছেন, চিনা প্রযুক্তির সহায়তায় ওই বিশেষ বুলেটগুলি পাকিস্তান থেকে জঙ্গিদের হাতে এসেছে। সাম্প্রতিক অতীতে, জঙ্গিদমন অভিযানে জয়েশ জঙ্গিদের ডেরা থেকে এধরনের গুলি উদ্ধার করেছে বাহিনী।


এই ঘটনার পরই নড়েচড়ে বসে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, পরিবর্ত পরিস্থিতি বিচার করে জম্মু ও কাশ্মীরে মোতায়েন জওয়ানদের নিরাপত্তার নিরিখে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।