শুধু আকাঙ্খা নয়, আগে নিজের বাবা-মাকেও খুন করেছিল উদয়ন, জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি
ABP Ananda, web desk | 04 Feb 2017 03:29 PM (IST)
ভোপাল ও কলকাতা: বাঁকুড়ার তরুণী আকাঙ্খা শর্মাকে খুনের ঘটনায় আরও এক চাঞ্চল্যকর তথ্য। প্রেমিকা আকাঙ্খাকে খুনের আগে নিজের বাবা-মাকেও হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছিল উদয়ন দাস। আকাঙ্খাকে খুন করে ট্যাঙ্কে দেহ ভরে বাড়ির মেঝেতে পুঁতে দিয়ে বেদি তৈরি করে পুজো করত উদয়ন। জেরায় এ কথা জানিয়েছে অভিযুক্ত উদয়ন। সেই একই কায়দায় ছত্তিসগঢ়ে বাবা-মাকে খুনের পর দেহ যেখানে পোঁতা হয়, সেখানে গিয়েও উদয়ন পুজো করত বলে তার দাবি। ভোপালে খুন বাঁকুড়ার যুবতী, হত্যার পর দেহ বাক্সে পুরে মেঝেতে পুঁতে রেখেছিল প্রেমিক উদয়ন জানায়, ২০১০-’১১ সালের মধ্যে ছত্তিসগঢ়ের রায়পুরে বাবা-মাকে খুন করে বাগানে পুঁতে দেয় সে। প্রেমিকাকে খুনের অভিযোগে ধরা পড়ার পর প্রথমে উদয়ন দাবি করে, তার মা ঝাড়খণ্ডের প্রাক্তন ডিএসপি। তিনি বর্তমানে আমেরিকায়। তদন্তকারীদের সন্দেহ হওয়ায় উদয়নকে বারেবারে জেরা করা হয়। এরপরই ভেঙে পড়ে ওই যুবক। বাবা-মাকে খুনের কথা স্বীকার করে বলে দাবি পুলিশের। স্বীকারোক্তি খতিয়ে দেখার জন্য উদয়নকে নিয়ে রায়পুর রওনা দিচ্ছে ভোপাল পুলিশ। এদিকে, আজই ভোপালে বাঁকুড়ার তরুণী আকাঙ্খা শর্মার শেষকৃত্য সম্পন্ন হবে।