লখনউ: ফের এক হতে চলেছেন মুলায়ম-অখিলেশ? তিনদিন আগেই ইঙ্গিত মিলেছিল। এবার তা পরিণত হল জোর জল্পনায়।


দলের কর্তৃত্ব নিয়ে মুলায়ম সিংহ যাদবের সঙ্গে গত এক বছর ধরে তিক্ত দ্বৈরথ চলছে অখিলেশের। আর এদিন বাবার সঙ্গে সেই দ্বৈরথে ইতি টানার উদ্যোগ নিলেন ছেলে।


আগামী সপ্তাহে আগরায় দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মুলায়ম সিংহকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অখিলেশ। সমাজবাদী প্রধান অখিলেশ এদিন মুলায়মের বাসভবনে গিয়ে আগামী ৫ অক্টোবর হতে চলা দলীয় বৈঠকে হাজির হতে বাবাকে অনুরোধ করেন।


প্রসঙ্গত, বিগত কয়েক মাসে এই প্রথম বাবা-ছেলের সাক্ষাত হল। যদিও, সাক্ষাতে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, তা জানা না গেলেও, দলের এক নেতা জানান, আগামী সপ্তাহের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। এর আগে, গত ২৩ তারিখ অনুষ্ঠিত হওয়া দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে ডাক পাননি মুলায়ম ও তাঁর ভাই শিবপাল যাদব।


গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশের রাজনৈতিক অলিন্দে জোর কানাঘুষো চলছিল যে, শীঘ্রই নতুন দলের ঘোষণা করতে চলেছেন মুলায়ম। কিন্তু, সোমবার সব জল্পনায় জল ঢেলে ৭৭ বছরের এই নেতা জানিয়ে দেন, তিনি কোনও নতুন দলগঠন করছেন না।


তিনি যোগ করেন, যেহেতু সে আমার ছেলে, আমার আশীর্বাদ সবসময় অখিলেশের সঙ্গেই থাকবে। তাঁর কিছু সিদ্ধান্তকে আমি সমর্থন না করা সত্বেও তা থাকবে। মুলায়ম যোগ করেন, বাবা-ছেলের এই মতভেদ কতদিন থাকবে, তা কেউ বলতে পারবে না। এরপরই, টুইটারে অখিলেশ লেখেন, নেতাজি জিন্দাবাদ, সমাজবাদী পার্টি জিন্দাবাদ।


বাবা-ছেলের পুনর্মিলনের’ ইঙ্গিত সেদিনই ইঙ্গিত মিলেছিল। এদিন সেই ইঙ্গিত আরও জোরালো হল।