আলিগড়: উত্তরপ্রদেশে নির্বাচনের প্রচারে গিয়ে অখিলশ সরকারের সমালোচনায় মুখর হলেন প্রধাননমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আলিগড়ে বিজেপির প্রচারে গিয়ে মোদীর অভিযোগ, রাজ্যের উন্নয়নে কিছুই করেনি সমাজবাদী সরকার। তাঁর কটাক্ষ, উত্তরপ্রদেশে বিজেপির পালে হাওয়ায় এতটাই জোর যে, এখন ক্ষমতা ধরে রাখতে অখিলেশ সকলের সঙ্গে হাত মেলাচ্ছেন।
এদিন নিজস্ব ঢঙে মোদী জানান বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ‘বিকাশ’ আসবে এই বিকাশের অর্থ তিনি বোঝাতে বলেন, বি—বিদ্যুৎ, কা—কানুন ও স—সড়ক। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও অখিলেশ সরকারকে তোপ দাগেন মোদী। বলেন, সূর্যাস্তের পর কোনও মহিলা বাড়ির বাইরে বেরোতে পারেন না।
মোদীর দাবি, রাজনৈতিক দলগুলি তাদের বিরুদ্ধাচরণ করছে, কারণ ওরা জানে, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলে কেন্দ্র এমন আইন আনবে যে দুর্নীতিগ্রস্তরা ছাড় পাবে না। মোদীর হুঁশিয়ারি, যারা কালো টাকার সমর্থন করছেন, তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আক্রমণ বজায় রেখে মোদী আরও বলেন, চাকরিপ্রার্থী যুবকদের থেকে সুপারিশ ও ঘুষ চাওয়া হচ্ছে। গরিবদের নিজেদের জমি ও ভিটেমাটি বন্ধক রাখতে হচ্ছে। এটা হতে দেওয়া যায় না।