লখনউ: এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী।
পশুখাদ্য মামলায় জেলে বন্দি লালুপ্রসাদ যাদবের পাশে দাঁড়ালেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টি প্রধানের দাবি, আরজেডি সুপ্রিমোর সঙ্গে ‘অবিচার’ করেছে বিজেপি।
পশুখাদ্য মামলায় সাড়ে তিন বছরের জেল হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের। এই প্রেক্ষিতে এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ বলেন, বিজেপি ওনার সঙ্গে অবিচার করল। বিজেপিতে যোগ না দেওয়ার মূল্য চোকাতে হল তাঁকে।
অখিলেশ বলেন, লালুজিকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে দিল বিজেপি। উনি যদি বিজেপিতে যোগ দিতেন, তাহলে আজ জেলে থাকতে হত না। আমি নিশ্চিত তিনি উচ্চ আদালতে সুবিচার পাবেন। অখিলেশ মনে করেন, বিজেপিকে হারাতে অবিলম্বে সব বিরোধী দলের এক হওয়া উচিত।
প্রসঙ্গত, ২১ বছর আগে পশুখাদ্য মামলায় আর্থিক কেলেঙ্কারি মামলায় গতকালই লালুপ্রসাদকে সাজা দেয় বিশেষ সিবিআই আদালত। হাজতবাসের পাশাপাশি, লালুপ্রসাদকে ১০ লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়।