লখনউ: যাদব পরিবারের অন্তর্কলহ নিয়ে প্রথমবার মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা যাদব। তাঁর দাবি, অখিলেশ যাদবকে ভুল পথে চালনা করা হয়েছে।


মঙ্গলবার, সাংবাদিকদের তিনি বলেন, আমি কখনও ভাবিনি যে, অখিলেশ নেতাজির (মুলায়মকে এই নামেই ডাকেন তাঁর অনুগামীরা) থেকে পৃথক হবেন। সেটাও, নেতাজি জীবিত অবস্থায়।


তিনি যোগ করেন, আমি জানি না, কী করে অখিলেশ এটা করল, তবে ও এখনও বাবাকে ভালবাসে। আমার মনে হয় ওকে বিপথে চালিত করা হয়েছে। শুধু মুলায়ম নন, তাঁর ভাই শিবপাল সম্পর্কেও বলেন সাধনা। জানান, ওকে মিথ্যে অপমান করা হল। ওর কোনও ভুলই ছিল না।


এদিন মুলায়ম-পত্নী স্বীকার করে নেন, নির্বাচনের আগে দলে বিভাজন হওয়ায় তা ভোটে প্রভাব ফেলবে। তিনি বলেন, ভুল সময়ে (অন্তর্কলহ) হল। ভোটের ফলাফলে এর প্রভাব পড়বে।


নির্বাচনে সমাজবাদী পার্টির ক্ষমতায় ফেরা ও অখিলেশের পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দেখা যাক ১১ তারিখ কী হয়। ভোটাররা কী সিদ্ধান্ত নিয়েছেন, তা সেদিনই জানা যাবে।


প্রসঙ্গত, সাধনা হলেন অখিলেশের সৎ-মা। মুখ্যমন্ত্রীর জন্মদাত্রীর নাম মালতী দেবী। সাধনার নিজের ছেলের নাম প্রতীক। সাধনা জানান, তাঁর আশা, প্রতীক একদিন রাজ্যসভার সাংসদ হবে। বলেন, আশা করি ও একদিন বিষয়ের গুরুত্ব বুঝে রাজনীতিতে আসবে।


পরিবারে নিজের ভূমিকা নিয়া সাধনা জানান, তাঁর দায়িত্ব ছিল পরিবারকে আগলে রাখা। বলেন, আমি গোটা পরিবারকে এক করতে চেয়েছি। তাই করে গিয়েছি। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছে নেই জানিয়ে সাধনা যোগ করেন, তিনি সমাজসেবাতেই মনোনিবেশ করতে চান।