লখনউ: কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর পর এবার বিজেপি সভাপতি অমিত শাহ। উত্তরপ্রদেশের বারাণসীতে একটি দলিত পরিবারে ভোজ সারলেন অমিত শাহ। আর এই ঘটনা নিয়ে বিজেপি সভাপতিকে তীব্র আক্রমণ করেছে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সপা নেতা তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব এবং বিএসপি নেত্রী মায়াবতী-উভয়েই ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন। অখিলেশ বলেছেন, সপা নেতারা এমন নাটক করেন না। মায়াবতীও অমিত শাহ ‘নওটঙ্কি’ করছেন বলে কটাক্ষ করেছেন।তিনি বলেন, বিজেপি কখনও দলিতদের শুভাকাঙ্খী নয়। বিজেপি সভাপতির সমালোচনা করতে গিয়ে অখিলেশ নাম না করেই রাহুল গাঁধীর উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, এর আগেও এক নেতা দলিতদের বাড়িতে খেতেন। কিন্তু সঙ্গে থাকত বিসলেরি জলের বোতল। এতে ভোটের ময়দানে কোনও লাভ হয়নি বলে মন্তব্য করেছেন অখিলেশ। তিনি বলেছেন, তারপর উত্তরপ্রদেশের ভোটের ফল কী হয়েছিল তা তো সবারই জানা। সেজন্যই আমাদের নেতাদের এমন নাটক করার দরকার হয় না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর জোগিয়াপুর গ্রামে গিরিজা প্রসাদ বিন্দের বাড়িতে খাওয়া-দাওয়া অমিত শাহ। উত্তরপ্রদেশের ভোটের আগে এই আহার-রাজনীতি ঘিরে চাপানউতোর জমে উঠেছে।