সম্পর্কের উন্নতির ইঙ্গিত, দীর্ঘদিন পর প্রকাশ্যে একসঙ্গে অখিলেশ, মুলায়ম
Web Desk, ABP Ananda | 12 Oct 2017 07:43 PM (IST)
লখনউ: সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ কোন্দল কি এবার মিটতে চলেছে? অখিলেশ যাদব ও মুলায়ম সিংহ যাদবের আচরণ তেমনই ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন পর বাবা-ছেলেকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। এরপরেই তাঁদের ঝামেলা মিটে যাওয়ার জল্পনা জোরাল হয়েছে। তবে এই অনুষ্ঠানে লক্ষণীয়ভাবে গরহাজির ছিলেন মুলায়মের ভাই শিবপাল। সমাজবাদী নেতা রোম মনোহর লোহিয়ার ৫০-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ লখনউয়ের লোহিয়া পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হন অখিলেশ ও মুলায়ম। বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেন অখিলেশ। তাঁরা একসঙ্গে একটি গলফ কার্টে চড়ে যাওয়ার সময় দলীয় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। একান্তে কথাও বলতে দেখা যায় সপা-র দুই শীর্ষনেতাকে। পরে সপা-র সদর দফতরে বাবার সঙ্গে সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অখিলেশ বলেন, ‘বাবা যদি ছেলের ভুল নিয়ে বাড়াবাড়ি করেন, তাহলে ছেলে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। প্রত্যেক পরিবারেই আদর্শগত লড়াই থাকে।’ গত বছরের শেষদিক থেকে অখিলেশের সঙ্গে মুলায়মের সংঘাত শুরু হয়। এ বছরের জানুয়ারিতে মুলায়মকে সরিয়ে সপা প্রধান হন অখিলেশ। গত সপ্তাহে তিনি ফের সপা প্রধান নির্বাচিত হয়েছেন। এরপরেই মুলায়মের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অখিলেশ। আজ ফের তাঁদের একসঙ্গে দেখা গেল। এর ফলেই সপা পরিবারের দ্বন্দ্ব মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।